রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

মেসেঞ্জার লাইট বন্ধ করে দিল মেটা

টেকনোলজি ডেস্ক

মেসেঞ্জার লাইট অ্যাপ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মেটা কর্তৃপক্ষ। চলতি বছরের ১৮ সেপ্টেম্বর বন্ধ করে দেওয়া হবে জনপ্রিয় এই অ্যাপ। এরই মধ্যে গুগল প্লে স্টোর থেকে সরিয়ে নেওয়া হয়েছে অ্যাপটি। কম গতির ইন্টারনেট বা দুর্বল মোবাইল নেটওয়ার্কের সমস্যা সমাধানে মেসেঞ্জার লাইট অ্যাপ এনেছিল ফেসবুক। মূল মেসেঞ্জার অ্যাপের সব সুবিধা পাওয়া না গেলেও ধীরগতির ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য এ অ্যাপ ছিল জনপ্রিয় মাধ্যম। সেপ্টেম্বরেই বন্ধ হয়ে যাচ্ছে অ্যাপটি। মেটা জানিয়েছে, চলতি বছরের ১৮ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে বন্ধ হয়ে যাবে মেসেঞ্জার লাইট অ্যাপ। এরই মধ্যে গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি মুছে ফেলা হয়েছে। বর্তমানে মেসেঞ্জার লাইট অ্যাপ চালু করলেই মেসেঞ্জারের মূল অ্যাপ ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে। এ ছাড়া আগামী ২৮ সেপ্টেম্বরের পর থেকে অ্যান্ড্রয়েডে মেসেঞ্জার ব্যবহারকারীরা লাইট ভার্সনের মাধ্যমে আর এসএমএস আদান-প্রদান করতে পারবেন না বলে জানিয়েছে মেটা। উল্লেখ্য, ২০১৬ সালে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের জন্য মেসেঞ্জার লাইট অ্যাপ চালু করে মেটা। এরপর অ্যাপলের ফোনের জন্যও মেসেঞ্জার লাইট চালু করা হয়েছিল। তবে ২০২০ সালে সেটি বন্ধ করে দেয় ফেসবুক কর্তৃপক্ষ। এবার অ্যান্ড্রয়েড সংস্করণও বন্ধ করে দেওয়া হচ্ছে।  

সর্বশেষ খবর