বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

অফিস থেকে আলাদা হচ্ছে টিমস

টেকনোলজি ডেস্ক

অফিস থেকে আলাদা হচ্ছে টিমস
ইউরোপীয় ইউনিয়ন অ্যান্টিট্রাস্ট কমিশনের সম্ভাব্য জরিমানা এড়াতে টিমস সেবাকে অফিস প্ল্যাটফরম থেকে আলাদা করছে মাইক্রোসফট। সফটওয়্যার জায়ান্টটি এর মাধ্যমে অফিস অ্যাপ্লিকেশনের বিপরীতে প্রতিযোগীদের জন্য সুযোগ বৃদ্ধির ঘোষণা দিয়েছে...

ইউরোপীয় ইউনিয়ন অ্যান্টিট্রাস্ট কমিশনের সম্ভাব্য জরিমানা এড়াতে টিমস সেবাকে অফিস প্ল্যাটফরম থেকে আলাদা করছে মাইক্রোসফট। সফটওয়্যার জায়ান্টটি এর মাধ্যমে অফিস অ্যাপ্লিকেশনের বিপরীতে প্রতিযোগীদের জন্য সুযোগ বৃদ্ধির ঘোষণা দিয়েছে। যদিও ইইউ অ্যান্টিট্রাস্ট কমিশনের জরিমানা এড়াতে এই পদক্ষেপ কতটা কাজে দেবে সেটি নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বাজার বিশ্লেষকরা। ২০২০ সালে ইউরোপীয় ইউনিয়নের কাছে মাইক্রোসফটের বিরুদ্ধে অভিযোগ করে সেলসফোর্সের মালিকানাধীন ক্রস প্ল্যাটফরম ইনস্ট্যান্ট মেসেজিং সেবা স্ন্যাক। অভিযোগে মাইক্রোসফটের অফিস প্ল্যাটফরমে অপর বিজনেস কমিউনিকেশন প্ল্যাটফরম টিমসকে অন্তর্ভুক্তির ফলে প্রতিযোগিতার পথ সরু হয়েছে বলে দাবি করা হয়। অফিস ৩৬৫-এর সঙ্গে টিমসকে বিনামূল্যে ব্যবহারের জন্য ২০১৭ সালে যুক্ত করে মাইক্রোসফট। ফলে এটি স্কাইপকে প্রতিস্থাপন করে এবং কভিড মহামারির সময়ে ভিডিও কনফারেন্সে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। মাইক্রোসফটের নতুন এই সিদ্ধান্ত আগামী ১ অক্টোবর থেকে ইউরোপীয় ইউনিয়ন এবং সুইজারল্যান্ডে কার্যকর হবে। সেখানকার মাইক্রোসফটের এন্টারপ্রাইজ গ্রাহকদের জন্য টিমসবিহীন অফিস সংস্করণের দাম হবে দুই ইউরো কম। অন্যদিকে মাসিক পাঁচ ইউরোর বিনিময়ে আলাদাভাবে টিমস ব্যবহারের সুযোগ থাকবে।  

সর্বশেষ খবর