বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

চীনের যে রোবট কফি পরিবেশন করে

টেকনোলজি ডেস্ক

চীনের যে রোবট কফি পরিবেশন করে
বিশ্বের ১১৩টি দেশ ও অঞ্চল থেকে আসা সাড়ে ছয় হাজারের বেশি অ্যাথলেটকে দারুণভাবে আলোড়িত করেছে এখানে ব্যবহার করা নানা প্রযুক্তিপণ্য। বিশেষ করে চীনা বিজ্ঞানীদের উদ্ভাবনী দক্ষতা এবং অত্যাধুনিক প্রযুক্তির মিশেলে তৈরি নিত্য ব্যবহার্য পণ্য চীন সম্পর্কে ধারণাই পাল্টে দিয়েছে

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ সিচুয়ানের ছেংতুতে শুরু হয়েছে ছেংতু ইউনিভার্সিয়াড বা আন্তর্জাতিক ইউনিভার্সিটি স্পোর্টস ফেডারেশন সামার ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমস। এখানে আসা বিদেশি অ্যাথলেটদের অনেকটা চমকে দিয়েছে চীনের নানা প্রযুক্তিপণ্য। বিশেষ করে বিভিন্ন স্বাদের কফি পরিবেশন করতে পারে এমন রোবটগুলো বিস্মিত করেছে সবাইকে। বিশ্বের ১১৩টি দেশ ও অঞ্চল থেকে আসা সাড়ে ছয় হাজারের বেশি অ্যাথলেটকে দারুণভাবে আলোড়িত করেছে এখানে ব্যবহার করা নানা প্রযুক্তিপণ্য। বিশেষ করে চীনা বিজ্ঞানীদের উদ্ভাবনী দক্ষতা এবং অত্যাধুনিক প্রযুক্তির মিশেলে তৈরি নিত্য ব্যবহার্য পণ্য চীন সম্পর্কে ধারণাই পাল্টে দিয়েছে। এমনই একটি আকর্ষণ কফি পরিবেশনকারী রোবট। দুই হাত দিয়েই কাজ করতে সক্ষম এ রোবট। কফির অর্ডার দেওয়ার পর কেবল একটু সময়ের অপেক্ষা। এ অপেক্ষা ২ মিনিটের বেশি নয়। এর মধ্যেই নিখুঁতভাবে দারুণ এক কাপ কফি বানিয়ে পরিবেশন করে রোবট। শুধু তাই নয়, চাহিদা অনুযায়ী সর্বোচ্চ সাত রকমের স্বাদের কফি বানাতে পারে এ রোবট।

সর্বশেষ খবর