শিরোনাম
বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

‘গ্রুপ চ্যাট ফিল্টার’ নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ

টেকনোলজি ডেস্ক

‘গ্রুপ চ্যাট ফিল্টার’ নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ

ব্যবহারকারীদের ইন্টারফেসে বদলের পাশাপাশি নতুন ফিচার নিয়ে কাজ করছে হোয়াটসঅ্যাপ। গুগল প্লে বেটা প্রোগ্রামের অধীনে ২.২৩.১৯.৭ ভার্সনে নতুন ‘চ্যাট ফিল্টার’ নিয়ে আসছে অ্যাপটি, যা গ্রুপ চ্যাটসহ প্ল্যাটফরমটির বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা যাবে। ওয়াবেটাইনফোর তথ্যানুযায়ী, কথোপকথনের ওপর ব্যবহারকারীদের নিয়ন্ত্রণ বাড়াতে নতুন ফিচার নিয়ে আসছে প্ল্যাটফরমটি, যা মেসেজ পরিচালনা ও কার সঙ্গে কথা বলা হবে সেটি নির্ধারণে সহায়তা করবে। ফিচারটি এখন পরীক্ষামূলক পর্যায়ে থাকলেও এর কিছু সুবিধা হলো- ফিল্টারটি পৃথক কথোপকথনের পরিবর্তে গ্রুপ চ্যাট সাজাতে সহায়তা করে। এমনকি হোয়াটসঅ্যাপে আগে থাকা পার্সোনাল ফিল্টারকে কন্টাক্টস নাম দেওয়া হয়েছে। এ ছাড়াও ই-মেইল ভেরিফিকেশন, কল দেওয়ার সময় আইপি ঠিকানা আড়াল রাখাসহ আরও বেশ কয়েকটি নতুন ফিচারের উন্নয়নে কাজ করছে জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ।  

সর্বশেষ খবর