সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

মোবাইলে ডাটা খরচ কমাতে চাইলে

টেকনোলজি ডেস্ক

মোবাইলে ডাটা খরচ কমাতে চাইলে

বিভিন্ন কারণে মোবাইল ডাটা দ্রুত শেষ হয়ে যায়। এ সমস্যা সবার জন্য একই। শুধু যে সিমের কারণে এ সমস্যা হয় তা নয়। এর বাইরে আরও কিছু কারণ আছে। স্মার্টফোনে অনেক সিকিউরিটি ফিচার আছে, যা অটোমেটিকভাবে আপডেট হতে থাকে। বেশির ভাগ মানুষই তাদের ফোনে অটোমেটিক আপডেট অন করে রাখে। ফলে একটি নতুন আপডেট আসার পর সেলফোন নিজে থেকেই ডাটা ব্যবহার করে আপডেট শুরু করে দেয়। এটি সহজে বোঝাও যায় না এবং ডাটাও শেষ হয়ে যায়। সেলফোনের এ অটোমেটিক আপডেট বন্ধ করার জন্য প্রথমে সেটিংসে গিয়ে অ্যাপ অপশনে প্রবেশ করতে হবে। এরপর সে সব অ্যাপ সিলেক্ট করতে হবে যেগুলো আপডেট করতে চান না। আপডেট করলেও সেটি যেন আপনার অনুমতিতে হয়। অর্থাৎ ব্যবহারকারীর কাছে নোটিফিকেশন আসবে। মোবাইল ডাটায় ক্লিক করতে হবে এবং অ্যালাউ ব্যাকগ্রাউন্ড ডাটা ইউজেস অপশনটি ক্লিক করে বন্ধ করে দিতে হবে। এটি সব অ্যাপে অটো আপডেট বন্ধ করবে এবং ডাটা খরচও কমাবে। ফলে ইন্টারনেট প্যাক দ্রুত শেষ হবে না। এছাড়া ব্যাকগ্রাউন্ডে চালু থাকা অনেক অ্যাপ ডাটা ব্যবহার করে। সেগুলোর অটো স্টার্টও বন্ধ করতে হবে।

সর্বশেষ খবর