সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

আইওএস আপডেট করে নিন

টেকনোলজি ডেস্ক

আইওএস আপডেট করে নিন

২১ সেপ্টেম্বর অ্যাপল জানায় তারা জরুরি ভিত্তিতে একটি সিকিউরিটি আপডেট দিয়েছে। অ্যাপলের সফটওয়্যারে মূলত তিনটি ভিন্ন সমস্যা দেখা দিয়েছে। প্রথমত, অ্যাপলের ওয়েবকিটে সমস্যা দেখা দিচ্ছে। ওয়েবকিট একটি ব্রাউজার ইঞ্জিন যা সাফারি ব্রাউজারকে কর্মক্ষম রাখে। দ্বিতীয়ত, সার্টিফিকেট ভেলিডেশন বাগের কারণে কিছু ক্ষতিকর অ্যাপ আইফোনে ইনস্টল হয়ে যেতে পারে। তৃতীয় সমস্যা হলো, কার্নেলে বাগের কারণে এখন এক্সেস পেয়ে যাচ্ছে। আইওএস ১৭ উন্মুক্ত হওয়ার ঠিক কয়েকদিনের মধ্যে নতুন আপডেট অনেকের মধ্যেই শঙ্কা জাগিয়েছে। নতুন আপডেটেই সাইবার অ্যাটাকের বিরুদ্ধে নতুন ফিচার রাখার কথা ছিল। অ্যাপলের নতুন আপডেটে এমনটি প্রথমে দেখা যায়নি কারণ তারা আইওএস ১৬ দশমিক ৭ এর বাগ নিয়েই সচেতন ছিলেন। এমনকি নতুন এই বাগ গুগলের থ্রেট এনালিসিস গ্রুপ প্রথম শনাক্ত করে। সিটিজেন ব্লগ এবং গুগলের একাধিক ব্লগে বিষয়টি নিশ্চিত করা হয়। সম্প্রতি অ্যাপলে প্রেডেটর সফটওয়ার ব্যবহারের মাধ্যমে অনেক ব্যবহারকারীর নিরাপত্তাঝুঁকির বিষয়টি আলোচনায় আসে। প্রেডেটর একটি সফটওয়্যার। ইনটেলেক্সার সাবসিডিয়ারি সাইট্রোস এই সফটওয়ার নির্মাণ করে। কোনো ফোনের তথ্য চুরি করতে সিদ্ধহস্ত এই সফটওয়্যার চলতি বছর মার্কিন যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হয়। তাছাড়া ব্লাস্টপাস নামে একটি সফটওয়্যার এই বাগের সুযোগ নিয়ে অনেকের কাছে টাকা দাবি করেছে। নতুন আপডেটের মাধ্যমে অ্যাপল জানিয়েছে এই সমস্যার সমাধান হবে। তাই আইফোনে নতুন আপডেট আসলে দ্রুত ফোনটি আপডেট করুন।

সর্বশেষ খবর