সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

বিক্রম ও প্রজ্ঞানের সংকেত পাচ্ছে না ইসরো

টেকনোলজি ডেস্ক

চন্দ্রযান-৩ এর ল্যান্ডার ‘বিক্রম’ ও রোভার ‘প্রজ্ঞান’-এর কোনো সংকেত পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। নতুন চন্দ্র দিবস শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বিক্রম ও প্রজ্ঞানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে ইসরো, তবে এখন পর্যন্ত কোনো সংকেত পাওয়া যায়নি। গত ২৩ আগস্ট রোভার প্রজ্ঞানকে নিয়ে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করে চন্দ্রযান-৩ এর ল্যান্ডার বিক্রম। বিক্রম উচ্চতায় ২ মিটারের মতো, ওজন ১ হাজার ৭০০ কেজির বেশি। আকারে ছোট প্রজ্ঞানের ওজন ২৬ কেজি মাত্র। এই রোভারই চাঁদে ঘুরে ঘুরে বৈজ্ঞানিক গবেষণা চালায়। দুই সপ্তাহ ধরে ছবি ও বিভিন্ন তথ্য সংগ্রহের পর চন্দ্রপৃষ্ঠে রাত নেমে এলে বিক্রম ও প্রজ্ঞানকে ‘স্লিপ মোডে’ রাখা হয়। ইসরো আশা করেছিল যে, নতুন চন্দ্র দিবস শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বিক্রম ও প্রজ্ঞানের ব্যাটারিগুলো রিচার্জ হতে শুরু করবে এবং মডিউল পুনরায় জাগ্রত হবে। ধারণা করা হচ্ছে, চন্দ্ররাতের প্রচ- ঠান্ডায় সেসব ব্যাটারি ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারে।  

সর্বশেষ খবর