সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আরও এক বছর থাকবেন তাঁরা

টেকনোলজি ডেস্ক

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আরও এক বছর থাকবেন তাঁরা

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) পৌঁছাল যুক্তরাষ্ট্র ও রাশিয়ার তিন নভোচারী। ১৬ সেপ্টেম্বর উভয় দেশের নভোচারীরা এ যৌথ যাত্রার মাধ্যমে সফলভাবে আইএসএস পৌঁছায়। কাজাখস্তানের বাইকোনুর কসমোড্রোম অঞ্চল থেকে মহাকাশ স্টেশনের উদ্দেশে যাত্রা শুরু করে সয়ুজ এমএস-২৪ মহাকাশযান। এতে দুই জন রুশ ও একজন মার্কিন নভোচারী ছিলেন। রাশিয়ার মহাকাশ সংস্থার বিবৃতি থেকে জানা যায়, এ তিন নভোচারী হলেন রুশ মহাকাশচারী ওলেগ কোনোনেনকো (৫৯), নিকোলাই চুব (৩৯) এবং নাসার নভোচারী লোরাল ও’হারা (৪০)। যাত্রার তিন ঘণ্টা পর মহাকাশ যানটি আইএসএসে পৌঁছায়। সেখানে তারা তিন রাশিয়ান, দুই আমেরিকান, এক জাপানি নভোচারী এবং ইউরোপীয় মহাকাশ সংস্থার এক প্রতিনিধির সাথে যোগ দেন। এক্সপিডিশন- ৬৯ নামের এ অভিযানে প্রায় ১ বছর আইএসএস-এ থাকবেন কোনোনেনকো ও চুব। অপরদিকে ও’হারার অবস্থানকাল হবে ৬ মাস। চুব ও ও’হারার এটাই প্রথম মহাকাশযাত্রা।

সর্বশেষ খবর