শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

সবচেয়ে দূরবর্তী তারার ছবি

টেকনোলজি ডেস্ক

হাবল টেলিস্কোপে ২০২২ সালে প্রথম দূরবর্তী নক্ষত্র ‘ইয়ারেন্ডেল’কে দেখা যায়। ‘ইয়ারেন্ডেল’ নামটি ইংরেজি ভাষার প্রাথমিক রূপ থেকে এসেছে। যার অর্থ ‘সকালের তারা’ বা ‘উদীয়মান আলো’। অনুমান করা হয় মহাবিশ্বের বয়স ১৩.৮ বিলিয়ন বছর। এই নক্ষত্রটি থেকে পৃথিবীতে আলো আসতে ১,২৯০ কোটি বছর সময় লেগেছে। বিজ্ঞানীরা বলছেন, ইয়ারেন্ডেল একটি বিশাল বি-টাইপ নক্ষত্র। এটি সূর্যের ভরের কমপক্ষে ৫০গুণ আর ১০ লক্ষ গুণ বেশি উজ্জ্বল এবং সূর্যের দ্বিগুণেরও বেশি গরম। তারাটি আর্ক গ্যালাক্সিতে রয়েছে। ডব্লিউএইচএল ০১৩৭-০৮ (WHL0137-08) নামক একটি বিশাল গ্যালাক্সি ক্লাস্টার যা পৃথিবী এবং ইয়ারেন্ডেলের মধ্যে বিদ্যমান দূরবর্তী বস্তুটিকে বড় করেছে- এ কারণেই নক্ষত্রটি দেখা সম্ভব হয়েছে। এই ঘটনাকে মহাকর্ষীয় লেন্সিং বলা হয়। এই প্রক্রিয়াটি যখন ঘটে তখন নিকটবর্তী বস্তু দূরবর্তী বস্তুর জন্য একটি বিবর্ধক কাচের মতো কাজ করে। মাধ্যাকর্ষণ মূলত দূরবর্তী পটভূমির ছায়াপথগুলির আলোকে বিকৃত করে এবং বড় করে। ইয়ারেন্ডেলের মতো বিশাল নক্ষত্রের সাধারণত সঙ্গী তারা থাকে। তবে এর সঙ্গী তারাগুলোকে শনাক্ত করার সম্ভাবনা এখনই দেখতে পাচ্ছেন না জ্যোতির্বিজ্ঞানীরা।

সর্বশেষ খবর