শিরোনাম
রবিবার, ৮ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

স্বাস্থ্য সেবায় কৃত্রিম বুদ্ধিমত্তা!

রোগীদের তথ্য সুরক্ষায় কোনো ধরনের ছাড় দেবে না গুগল। এক ব্লগ পোস্টে গুগল জানিয়েছে, মেড-পাম২-এর যাচাই করা রোগীদের তথ্যে একমাত্র তারই নিয়ন্ত্রণ থাকবে।

টেকনোলজি ডেস্ক

স্বাস্থ্য সেবায় কৃত্রিম বুদ্ধিমত্তা!

মেড-পাম২ নামের কৃত্রিম বুদ্ধিমত্তাটি চিকিৎসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ডিজাইন করা হয়েছে। রোগীদের ব্যক্তিগত তথ্য গোপন রেখে সেবা দেবে প্রতিষ্ঠানটি। রোগীদের তথ্য সুরক্ষায় কোনো ধরনের ছাড় দেবে না গুগল। এক ব্লগ পোস্টে গুগল জানিয়েছে, মেড-পাম২-এর যাচাই করা রোগীদের তথ্যে একমাত্র তারই নিয়ন্ত্রণ থাকবে। এমনকি গুগলও সেসব তথ্যে প্রবেশাধিকার পাবে না। আপাতত মেড-পাম২ রোগী থেকে তথ্য নিয়ে প্রাথমিক যাচাই-বাছাই ও রিপোর্ট দেখার কাজ করছে। গুগল তাদের নতুন এই কৃত্রিম বুদ্ধিমত্তার সক্ষমতা যাচাই করার জন্য বেছে নিয়েছে মায়ো ক্লিনিককে। এর অনেক শাখা থাকলেও ঠিক কোনটিতে ট্রায়াল চলছে তা জানায়নি কোম্পানিটি। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের মে মাসে আই/ও সম্মেলনেই বৃহৎ ভাষা মডেলভিত্তিক চ্যাটবট পাম২ আনার ঘোষণা দিয়েছিল গুগল। মেড-পাম২ চ্যাটবট পাম২-এরই বিশেষ সংস্করণ।

সর্বশেষ খবর