রবিবার, ৮ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

হোয়াটসঅ্যাপে রিয়েল-টাইম ভিডিও পাঠানোর ফিচার

টেকনোলজি ডেস্ক

হোয়াটসঅ্যাপে রিয়েল-টাইম ভিডিও পাঠানোর ফিচার

হোয়াটসঅ্যাপে আপনি রিয়েল টাইম ভিডিও পাঠাতে পারবেন। সম্প্রতি হোয়াটসঅ্যাপে একটি নতুন টোগল চালু করা হয়েছে। গত মাসেই হোয়াটসঅ্যাপে রিয়েল টাইম ভিডিও মেসেজ রেকর্ড করে পাঠানোর সুবিধা চালু হয়েছিল। এই ইনস্ট্যান্ট ভিডিও মেসেজ ফিচারের জন্যই নতুন টোগলের রোল আউট শুরু হয়েছে। এ ফিচারের সাহায্যে ইউজাররা ৬০ সেকেন্ড পর্যন্ত দীর্ঘ ভিডিও পাঠানোর সুবিধা পাবেন। ভয়েস মেসেজ পাঠানোর সঙ্গে সুইচিং করেও নতুন ফিচার চালু বা বন্ধ করার সুবিধা থাকছে। তবে এ ফিচার অফ থাকলেও অসুবিধা নেই। ব্যবহারকারী ভিডিও মেসেজ ঠিকভাবেই পাবেন। বেশিরভাগ ব্যবহারকারীর ক্ষেত্রেই এ ফিচার অ্যাপে বন্ধ রয়েছে। তাদের অ্যাপ সেটিংসে গিয়ে ফিচার চালু করে নিতে হবে। সব ব্যবহারকারীর জন্য এই ফিচার দ্রুত চালু হবে বলে ধারণা করা হচ্ছে। ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপ বিটা আপডেটেড ভার্সন ডাউনলোড করতে পারবেন গুগল প্লে স্টোর (অ্যান্ড্রয়েড) এবং টেস্ট ফ্লাইট অ্যাপ (আইওএস) থেকে। হোয়াটসঅ্যাপ ট্র্যাকার ওয়েবিটাইনফো জানিয়েছে, হোয়াটসঅ্যাপ বিটা আইওএস ২৩.১৮.১.৭০ এবং হোয়াটসঅ্যাপ বিটা অ্যান্ড্রয়েড ২.২৩.১৮.২১-এ দুই ক্ষেত্রে নতুন টোগল দেখা যাচ্ছে ইনস্ট্যান্ট ভিডিও মেসেজ ফিচারে।

সর্বশেষ খবর