রবিবার, ৮ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

মহাকাশ পর্যটন

টেকনোলজি ডেস্ক

মহাকাশ পর্যটন

রিচার্ড ব্র্যানসনের মহাকাশ পর্যটন কোম্পানি ভার্জিন গ্যালাকটিক অনেক বেশি মানুষকে মহাকাশ ভ্রমণের দুর্লভ অভিজ্ঞতা লাভের সুযোগ করে দিচ্ছে। আপনিও যদি এমন অভিজ্ঞতা নিতে চান, আপনাকে গুনতে হবে সাড়ে চার লাখ ডলার। এ বছরই ভার্জিন গ্যালাকটিক তাদের প্রথম মহাকাশ পর্যটনের আনুষ্ঠানিক যাত্রার ঘোষণা দেয়। ভার্জিন গ্যালাকটিকের রকেটে মহাকাশ যাওয়ার অভিজ্ঞতা নিতে এখন পর্যন্ত ৮০০ জনের বেশি গ্রাহক তালিকাভুক্ত হয়েছেন। ধাপে ধাপে তাদের সুযোগ দেওয়া হবে। ভার্জিন গ্যালাকটিকের মহাকাশযানটি একটি বড় বিমানের নিচে যুক্ত থাকে। পরে ৪৫ হাজার ফুট ওপরে গেলে পরিবহন বিমান থেকে রকেট ইঞ্জিনচালিত মহাকাশযান ‘ইউনিটি’ আলাদা হয়ে আরও ৫০ মাইল উপরে পৃথিবীর বায়ুমন্ডলের বাইরে চলে যায়।

সর্বশেষ খবর