শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

এক্সেলে বড় চমক আসছে পাইথন

টেকনোলজি ডেস্ক

এক্সেলে বড় চমক আসছে পাইথন

এক্সেলে পাইথনের এ নতুন ব্যবহারের জন্য নতুন কোনো সফটওয়্যার ব্যবহার করার প্রয়োজন নেই। বরং এক্সেলে এটি আগে থেকেই ইন্টিগ্রেট হয়ে থাকবে। মাইক্রোসফট নতুন পাই ফাংশনও যুক্ত করবে।

 

মাইক্রোসফট পাইথন ও মাইক্রোসফট এক্সেলের মধ্যে সংযোগ করার সিদ্ধান্ত নিয়েছে। ইতোমধ্যেই তারা এটির পাবলিক প্রিভিউ উন্মুক্ত করেছে। নতুন এই পদ্ধতিতে এক্সেল ব্যবহারকারীরা পাইথনের ডেটা পরিবর্তন ও বিশ্লেষণ করতে পারবে। মডার্ন ওয়ার্ক অ্যাট মাইক্রোসফটের জেনারেল ম্যানেজার স্তেফান কিনেস্ট্র্যান্ড জানিয়েছেন, এক্সেলে এখন পাইথনের ডেটা ম্যানিপুলেট ও অ্যানালাইজ করতে পারবেন। ব্যবহারকারীরা অ্যাডভান্স ডেটা অ্যানালিটিক্সের মাধ্যমে এক্সেলের পরিচিত পরিবেশে পাইথন সরাসরি ব্যবহার করতে পারবেন। এ জন্য শুধু এক্সেল রিবনের সাহায্য নিতে হবে। এক্সেলে পাইথনের এ নতুন ব্যবহারের জন্য নতুন কোনো সফটওয়্যার ব্যবহার করার প্রয়োজন নেই। বরং এক্সেলে এটি আগে থেকেই ইন্টিগ্রেট হয়ে থাকবে। মাইক্রোসফট নতুন পাই ফাংশনও যুক্ত করবে। এভাবে পাইথনের  ডেটা এক্সেল স্প্রেডশিটে সহজে দেখা যাবে। এনাকোন্ডার মতো পাইথন রেপজিটরির সঙ্গে অংশীদারির মাধ্যমে পান্ডা, স্ট্যাটসমডেল, ম্যাটপ্লটলিবের মতো পাইথন লাইব্রেরি এখন তারা সহজেই এক্সেস করতে পারবে। মাইক্রোসফট ক্লাউডে পাইথন ক্যালকুলেশন রান করা হবে ও ফলাফল এক্সেলের স্প্রেডশিটে চলে আসবে। এক্সেল ব্যবহারকারীরা এখন সহজেই ফর্মুলা, পিভট টেবল ও পাইথন ডেটানির্ভর চার্ট তৈরি করতে পারবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর