শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

টুইটারের জনপ্রিয় ফিচার বন্ধ হচ্ছে

টেকনোলজি ডেস্ক

টুইটারের জনপ্রিয় ফিচার বন্ধ হচ্ছে

টুইটারের জনপ্রিয় এক ফিচার বন্ধ করে দেওয়া হচ্ছে। এখন থেকে কাউকে অপছন্দ হলেও ব্লক করতে পারবেন না। টুইটার কেনার পর থেকেই এই প্ল্যাটফরমে নানা বদল ঘটিয়ে চলেছেন ইলন মাস্ক। ছোটখাটো ফিচার বদলে ফেলার পাশাপাশি মাইক্রো ব্লগিং সাইটটির নামও পাল্টে দিয়েছেন। এই প্ল্যাটফরমের বর্তমান পরিচয় এক্স। সম্প্রতি জানা গেল এই মাইক্রো ব্লগিং সাইট থেকে ‘ব্লক’ অপশনটি সরিয়ে ফেলা হবে। ডিএম অর্থাৎ ডিরেক্ট মেসেজ ছাড়া ব্লক ফিচারটি মুছে ফেলা হবে। কারণ ইলন মাস্ক মনে করছেন এটি খুব বেশি প্রয়োজন হচ্ছে না টুইটারে। টুইটারে এতদিন কোনো অ্যাকাউন্টের টুইট দেখতে না চাইলে সেই অ্যাকাউন্ট ‘ব্লক’ করে দূরে রাখতে পারতেন। তবে এই ব্লক অপশনটি সরিয়ে দিলে পুরনো ভেরিফিকেশন প্রক্রিয়ায়ও বদল আসবে। এক্ষেত্রে সুরক্ষা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন ব্যবহারকারীদের একাংশ। তবে মিউট অপশনটির সঙ্গে ব্লকিংয়ের কিছু পরিবর্তন আছে। কাউকে ব্লক করলে তার কাছে নোটিফিকেশন চলে যায়। এটি নিয়েও আছে সমালোচনা।     

সর্বশেষ খবর