সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

গোপনীয়তা নীতিমালায় পরিবর্তন এনেছে সার্চ ইঞ্জিন গুগল

টেকনোলজি ডেস্ক

গোপনীয়তা নীতিমালায় পরিবর্তন এনেছে সার্চ ইঞ্জিন গুগল

গুগল তাদের গোপনীয়তা নীতিতে পরিবর্তন এনেছে। এ নীতিতে গুগলে কোনো কিছু সার্চ করলে সেই তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করে এআই মডেলকে প্রশিক্ষণ দেবে গুগল। এ বছরের মাঝামাঝি সময়ে গুগল তাদের প্রাইভেসি পলিসি বা গোপনীয়তাসংক্রান্ত নীতিমালা আপডেট করার বিষয়টি জানিয়েছে। সার্চ ইঞ্জিন জার্নালের প্রতিবেদনে জানায়, গুগল তাদের পরিষেবাগুলো উন্নত করতে ও নতুন এআই-চালিত প্রযুক্তি তৈরিতে এ তথ্যগুলো ব্যবহার করবে। ব্যবহারকারীদের ডাটা বার্ড ও ক্লাউড এআই মডেলগুলোতে ব্যবহার করা হবে। অর্থাৎ ট্রান্সলেশন এআই সিস্টেম, জেনারেটিভ টেক্সট এআই সিস্টেম ও ক্লাউড এআই সিস্টেমকে প্রশিক্ষণ দিতে ব্যবহারকারীদের তথ্য নেওয়া হবে। গুগলের হালনাগাদ গোপনীয়তা নীতিমালায় বলা হয়েছে, সবার জন্য উন্মুক্ত অনলাইন তথ্যগুলোর ওপর গুগল নির্ভরশীল। এসব তথ্য ব্যবহার করে গুগল ট্রান্সলেট, বার্ড ও ক্লাউডের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিকে প্রশিক্ষণ দেওয়া হয়। এ কার্যক্রমের আওতায় ব্যক্তিগত বা গোপনীয় তথ্যের বদলে শুধু উন্মুক্ত তথ্যগুলো ব্যবহার করা হবে। অর্থাৎ গুগলে নিবন্ধন করার সময় ব্যবহারকারীদের দেওয়া তথ্যসহ অনলাইনে উন্মুক্ত তথ্য ব্যবহার করা হবে। এর আগ পর্যন্ত ডাটার ব্যবহার শুধু ল্যাঙ্গুয়েজ মডেল পর্যন্তই সীমাবদ্ধ রাখার কথা জানিয়েছিল গুগল। গুগলের ভাষ্য, ব্যবহারকারীদের তথ্য গুগলের সেবা আরও উন্নত করতে এবং নতুন পণ্য, ফিচার ও প্রযুক্তি তৈরিতে কাজে লাগানো হবে। এতে ব্যবহারকারীরাই উপকৃত হবে। গুগল ও ওপেনএআই ব্যবহারকারীদের পোস্ট, রিভিউ ও অন্যান্য অনলাইন কনটেন্টের তথ্য নিয়ে বার্ড ও চ্যাটজিপিটিকে প্রশিক্ষণ দেয়। তবে এভাবে কপিরাইটের পরোয়া না করে জনসমক্ষে উন্মুক্ত থাকা তথ্য নেওয়া বৈধ কি না তা নিয়ে শুরু হয় বিতর্ক। এর পরপরই প্রাইভেসি পলিসিতে পরিবর্তন আনে গুগল। উল্লেখ্য, অনলাইনে তথ্য খোঁজার পাশাপাশি গুগলের যে কোনো প্রযুক্তি ব্যবহার করলেই ব্যবহারকারীদের ব্রাউজারের সেটিংস, অপারেটিং সিস্টেম, মোবাইল নেটওয়ার্ক, ফোন নম্বর এবং অ্যাপের বিভিন্ন তথ্য সংগ্রহ করে থাকে গুগল।

           

সর্বশেষ খবর