বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

ফেসটাইমে ভিডিওবার্তা পাঠাতে চাইলে

টেকনোলজি ডেস্ক

ফেসটাইমে ভিডিওবার্তা পাঠাতে চাইলে

ফেসটাইমে এখন ভিডিও বার্তা পাঠানো যায়। কাউকে কল দেওয়ার পর যদি না পান তাহলে ভিডিও রেকর্ড করে পাঠিয়ে দিন।

কিন্তু ফেসটাইমে ভিডিওবার্তা পাঠাতে হলে প্রেরক ও প্রাপক দুজনেরই আইফোনে আইওএস ১৭ থাকতে হবে।

প্রথমে ফেসটাইম অ্যাপে যান : প্রথমে আপনার ফেসটাইম অ্যাপ চালু করতে হবে। ফেসটাইম স্বাভাবিকভাবে যেভাবে চালান সেভাবেই চালাতে হবে।

নতুন ফেসটাইম কল বাটন : ফেসটাইম অ্যাপে নিউ ফেসটাইম বাটন যুক্ত করা হয়েছে। আপনি যাকে কল দিচ্ছেন তাকে যদি রিচ করতে না পারেন তাহলে আপনাকে দুটো অপশন দেওয়া হবে। আপনি তাদের আবার কল দিতে পারেন অথবা ভিডিও রেকর্ড করে পাঠাতে পারেন।

রেকর্ড ভিডিও অপশনে ক্লিক করুন : ভিডিও রেকর্ড করুন। আপনি স্ক্রিনে একটি কাউন্টডাউন দেখতে পারবেন। মেসেজ রেকর্ড করুন।

ভিডিও মেসেজ পাঠান : এবার আপনি আপনার ভিডিও মেসেজ পাঠিয়ে দিন। রেকর্ড করার পর আপনি সবুজ একটি তীর-চিহ্ন দেখতে পাবেন। যদি রেকর্ড পছন্দ না হয় আপনি আবার তা রেকর্ড করতে পারবেন।

সর্বশেষ খবর