মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

আইফোন দ্রুত চার্জ করতে চাইলে...

টেকনোলজি ডেস্ক

আইফোন দ্রুত চার্জ করতে চাইলে...

অ্যাপলের দাবি, আইফোন ৮ থেকে শুরু করে যে কোনো আইফোন মডেল গ্রাহকদের ৩০ মিনিটের মধ্যে ৫০ শতাংশ ব্যাটারি চার্জ দেয়। তবে খুব দ্রুত আইফোন চার্জ করার বেশ কয়েকটি কৌশল আছে। জেনে নিন সেগুলো-

♦ অ্যাপলের নির্ধারিত চার্জার ব্যবহার করুন। এতে আইফোন দ্রুত চার্জ হবে সেই সঙ্গে ব্যাটারি স্বাস্থ্যও ভালো থাকবে।

♦ অ্যাপলের সিপোর্ট লাইট ক্যাবলগুলো ব্যবহার করতে পারেন। যা অন্য সাধারণ ক্যাবেল থেকে দ্রুত চার্জ করবে।

♦ অ্যাপলের ফাস্ট চার্জিং ১৮ ওয়াট, ২৯ ওয়াট, ৩০ ওয়াট, ৬১ ওয়াট এবং ৮৭ ওয়াটের ইউএসবি সি পোর্ট অ্যাডাপ্টার ব্যবহার করুন।

♦ পাওয়ার ব্যাংক দিয়ে ফাস্ট চার্জ করতে টু-পোর্ট আউটপুটযুক্ত পাওয়ার ব্যাংক ব্যবহার করুন।

♦ আইফোন চার্জ করার সময় ইন্টারনেট কানেকশন বন্ধ রাখুন। এতে ফোনের ইন্টারনাল সব অ্যাপের কাজ বন্ধ থাকবে এতে আইফোন দ্রুত চার্জ হবে।  

সর্বশেষ খবর