মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

সিক্সজি মান উন্নয়নে ভূমিকা রাখবে নকিয়া

সিক্সজি মান উন্নয়নে ভূমিকা রাখবে নকিয়া

সম্প্রতি ভারতে প্রথম সিক্সজি ল্যাব চালু করেছে নকিয়া। এর অত্যাধুনিক সিক্সজি প্রযুক্তির সম্ভাব্য ব্যবহারের মাধ্যমগুলো অনুসন্ধান করা হবে, যা শিল্প আকার বদলে দেবে। এর লক্ষ্য- সিক্সজি ডোমেইনে উল্লেখযোগ্য ১০ শতাংশ আইপিআর (ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস) অর্জন করা। বেঙ্গালুরুতে অবস্থিত ল্যাবে নকিয়ার বিশেষজ্ঞরা ভারতে সিক্সজি গবেষণা উন্নত করতে আইআইএসসি এবং আইআইটির মতো শীর্ষ গবেষণা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কাজ করবে। বিশ্বব্যাপী সিক্সজি মান উন্নয়নে অবদান রাখতে প্রতিষ্ঠানটি বিভিন্ন শিল্প সংস্থার সঙ্গে সক্রিয়ভাবে জড়িত রয়েছে বলে জানা গেছে। তরুণ ছাবড়া জানান, প্রাথমিক পর্যায় থেকে শুরু করার মাধ্যমে ভারত সিক্সজি প্রযুক্তিতে অন্যতম খেলোয়াড় হয়ে উঠতে পারে। তাদের মূল লক্ষ্য হলো ভারতকে সিক্সজি গবেষণা, পণ্য উৎপাদন এবং এর ব্যবহার বিকাশের কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করা। যেখানে নকিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সর্বশেষ খবর