রবিবার, ১২ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

হাইলাইট ভিডিও বানান সহজেই

টেকনোলজি ডেস্ক

হাইলাইট ভিডিও বানান সহজেই

এখন সহজে গুগল ফটোসে থেকে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার জন্য হাইলাইট তৈরি করতে পারবেন। এখনই সব ফোনে এ সুবিধা পাবেন না। খুব শিগগিরই ফিচারটি সব ব্যবহারকারীই পাবেন। গুগল ফটোসের নতুন এআই-চালিত ফিচারগুলো ব্যবহারকারীদের দ্রুত হাইলাইট ভিডিও তৈরি করতে সাহায্য করবে এবং এটির জন্য খুবই কম সময় লাগবে। এখন যে কোনো একটি ইভেন্ট বা একটি কার্যকলাপের দ্রুত সংক্ষিপ্ত বিবরণ দিয়ে একটি ভিডিও তৈরি করতে পারবেন। যেমন ধরুন- আপনার জন্মদিন, বিবাহবার্ষিকী। গুগলের এ ফিচারটিকে বলা হয় ‘হাইলাইট ভিডিও’ এবং এটি গুগল ফটো অ্যাপের মধ্যে উপলব্ধ। গুগল আপনার বার্তা পাওয়ার সঙ্গে সঙ্গে এমন সব ছবি আপনার গুগল ফটোস থেকে বের করে হাইলাইটস তৈরি করে দেবে।  

সর্বশেষ খবর