শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

টাইপ-সি পোর্টসহ অ্যাপলের নতুন পেন্সিল

টেকনোলজি ডেস্ক

টাইপ-সি পোর্টসহ অ্যাপলের নতুন পেন্সিল

অ্যাপলের প্রযুক্তি পণ্য ‘অ্যাপল পেন্সিলের’ নতুন ভার্সন বাজারে এসেছে। সর্বশেষ এই সংস্করণে, আইফোন ১৫’র মতো ইউএসবি-সি পোর্ট যোগ করা হলো। মূলত অ্যাপল ডিভাইসের স্ক্রিনে লেখালেখি বা আঁকার কাজে ব্যবহার হয় এই ডিজিটাল পেন্সিল। মূলত অ্যাপলের আইপ্যাড ও আইপ্যাড এয়ারের সঙ্গে এই ডিভাইস ব্যবহার করা যায়।  এ ভার্সনে লাইটনিং পোর্টের বদলে ব্যবহার করা হয়েছে ইউএসবি-সি চার্জিং পোর্ট। অ্যাপল জানিয়েছে, নতুন পেন্সিলগুলোকে চৌম্বক ক্ষেত্রের মাধ্যমে আইপ্যাডের পাশে আটকে রাখা যায়। ফলে অ্যাইপ্যাড ও পেন্সিল একসঙ্গেই রাখা যায়। তবে পেয়ারিং ও চার্জ দিতে ইউএসবি-সি কেবল ব্যবহার করতে হবে। ১২.৯ ইঞ্চি আইপ্যাড প্রোর থার্ড থেকে সিক্সথ জেনারেশন, ১১ ইঞ্চি অ্যাইপ্যাড প্রোর সব মডেল, আইপ্যাড এয়ারের চতুর্থ ও পঞ্চম জেনারেশন, আইপ্যাড মিনির সিক্সথ জেনারেশন ও আইপ্যাডের টেনথ জেনারেশনে এটি ব্যবহার করা যাবে।      

সর্বশেষ খবর