শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

হোয়াটসঅ্যাপে আসতে পারে বিজ্ঞাপন

টেকনোলজি ডেস্ক

হোয়াটসঅ্যাপে আসতে পারে বিজ্ঞাপন

দীর্ঘকাল নিজস্ব মেসেজিং সেবায় বিজ্ঞাপন আনার বিরুদ্ধে ছিল হোয়াটসঅ্যাপ। যা একে বিজ্ঞাপনে পরিপূর্ণ ইনস্টাগ্রাম ও ফেসবুক, অর্থাৎ মেটার অন্য প্ল্যাটফরমের চেয়ে আলাদা করে তুলেছিল। তবে, সেবাটির ‘স্ট্যাটাস’ ফিচারের মতো জায়গায় বিজ্ঞাপন দেখা যেতে পারে, যা অনেকটা ইনস্টাগ্রাম স্টোরিজের মতো কাজ করে। মেসেজিং সেবা হোয়াটসঅ্যাপে শিগগিরই দেখা যেতে পারে বিজ্ঞাপন- এমনই বলছেন এ সেবার প্রধান উইল ক্যাথকার্ড। ব্রিটিশ সংবাদপত্র ইন্ডিপেনডেন্টের প্রতিবেদন অনুযায়ী, ব্যবহারকারীর ইনবক্সে বিজ্ঞাপন পাঠানো বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে হোয়াটসঅ্যাপ। তবে সেবাটির ‘স্ট্যাটাস’ ফিচারের মতো জায়গায় বিজ্ঞাপন দেখা যেতে পারে। অবশ্য সেবায় বিজ্ঞাপন আনার বিষয়টিও দীর্ঘদিন ধরে বিবেচনায় রাখে তারা। এ বিষয়ে প্রথম খবর রটেছিল পাঁচ বছর আগে। তবে ব্যবহারকারীদের প্রাইভেসি শঙ্কার কারণে ওই লোভ দমিয়ে রাখছিল হোয়াটসঅ্যাপ।               

সর্বশেষ খবর