বুধবার, ২২ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

মানুষের মস্তিষ্কের মানচিত্র

টেকনোলজি ডেস্ক

মানুষের মস্তিষ্কের মানচিত্র

এ মানচিত্র নিয়ে সায়েন্স, সায়েন্স অ্যাডভান্সেস ও সায়েন্স ট্রান্সলেশনাল মেডিসিন জার্নালে ২১টি নতুন গবেষণাপত্র প্রকাশ করা হয়েছে

 

মানুষের মস্তিষ্কের পূর্ণাঙ্গ মানচিত্র প্রকাশ করেছেন গবেষকরা। নতুন মানচিত্রটিকে বলা হচ্ছে এখন পর্যন্ত তৈরি করা মানুষের মস্তিষ্কের সবচেয়ে বড় ও বিস্তারিত মানচিত্র। এ মানচিত্র নিয়ে সায়েন্স, সায়েন্স অ্যাডভান্সেস ও সায়েন্স ট্রান্সলেশনাল মেডিসিন জার্নালে ২১টি নতুন গবেষণাপত্র প্রকাশ করা হয়েছে। মানচিত্রটিতে রয়েছে নানা ধরনের মস্তিষ্কের কোষের বিন্যাস ও অভ্যন্তরীণ কাজের বিবরণ। যুক্তরাষ্ট্রের অ্যালেন ইনস্টিটিউট ফর ব্রেন সায়েন্সের নিউরোসায়েন্টিস্ট ও প্রকাশিত পাঁচটি গবেষণাপত্রের প্রধান লেখক এড লেইন এমআইটি টেকনোলজি রিভিউকে বলেন, মানুষ হিসেবে কী আমাদের অনন্য করে তোলে বা ব্যক্তি হিসেবে কী আমাদের আলাদা করে তোলে বা কীভাবে মস্তিষ্কের বিকাশ ঘটে তা বুঝতে আমাদের সত্যিই এ ধরনের তথ্যের প্রয়োজন। তিনি বলেন, আপনি এই মানচিত্রটি ব্যবহার করে বুঝতে পারবেন যে রোগে আসলে কী ঘটে এবং কোন ধরনের কোষগুলো দুর্বল বা প্রভাবিত হতে পারে। লেইন আরও বলেন, এটিকে শুধু একটি মানচিত্র বলা যাবে না। সত্যিকার অর্থে সম্পূর্ণ নতুন একটি ক্ষেত্র উন্মোচন করা হয়েছে আমাদের সামনে। আপনি এখন মানুষের মস্তিষ্কের বিভিন্ন কোষের খোঁজ জানবেন আরও নিখুঁতভাবে। আগে এত বিস্তারিত তথ্য আমাদের সামনে ছিল না। মানুষের মস্তিষ্ক নিয়ে গবেষণাটি যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথের একটি প্রকল্পের অংশ হিসেবে করা হয়েছে। প্রকল্পটির লক্ষ্য হচ্ছে ইঁদুর, মানুষ ও বানরের মস্তিষ্কে পাওয়া বিভিন্ন কোষ তালিকাভুক্ত করা।

সর্বশেষ খবর