রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

উইন্ডোজ ১০-এ ডার্ক মুড চালু করবেন যেভাবে

টেকনোলজি ডেস্ক

উইন্ডোজ ১০-এ ডার্ক মুড চালু করবেন যেভাবে

প্রথমে. উইন্ডোজ বাটন প্রেস করে স্টার্ট মেনুতে যেতে হবে।

দ্বিতীয়ত. পার্সোনালাইজেশন অপশনে ক্লিক করুন।

সর্বশেষ, বাম পাশের সাইডবার থেকে কালারস অপশনে ক্লিক করুন। কালার অপশন থেকে ডিফল্ট উইন্ডোজ মুড অপশন থেকে ডার্ক মুড সিলেক্ট করুন।

ডার্ক মুড মূলত ডিভাইসের হাই কন্ট্রাস্টের কালারগুলোকে ডার্ক বা কালো কালারে কনভার্ট করে নেয়। ফলে স্মার্টফোন ও এলইডি ডিভাইসের ক্ষতিকর ব্লু লাইট ইফেক্ট আছে তা আর চোখে যন্ত্রণা দেয় না। ডার্ক মুড অনেকটা আরামদায়ক হয় রাতে ব্যবহার করার জন্য। এতে ব্যাটারির চার্জ দীর্ঘস্থায়ী হয়। টুইটার, ফেসবুক, গুগল ক্রোম, ইউটিবে এই ডার্কমুড সংস্করণ আছে। যেখানে ইউজার চাইলেই ডার্ক মুড অন করে নিতে পারেন।

সর্বশেষ খবর