সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

হোয়াটসঅ্যাপে লাগবে না কোনো ফোন নম্বর

হোয়াটসঅ্যাপে লাগবে না কোনো ফোন নম্বর

হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট চালাতে এখন আর লাগবে না কোনো ফোন নম্বর। নতুন এক উপায় আনছে মেটার মালিকানাধীন প্ল্যাটফরমটি। একটি ই-মেইল যাচাই করেই ব্যবহার করা যাবে ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপটি। ওয়েবিটাইনফোর রিপোর্ট অনুসারে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের মাধ্যমে ই-মেইল ঠিকানা প্রমাণীকরণ করতে সক্ষম করবে। এতে ব্যবহারকারীরা তাদের রেজিস্টারড ই-মেইল ঠিকানায় ৬-সংখ্যার যাচাইকরণ কোড পাবেন। যাচাইকরণ ফিচারটি চালু করা হবে, যাতে লোকেরা সহজেই তাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে লগ ইন করতে পারেন, যখন তারা সেলুলার নেটওয়ার্ক সমস্যার সম্মুখীন হন। এরই মধ্যে হোয়াটসঅ্যাপ ২৩.২৪.৭০ আপডেটে আইওএস ব্যবহারকারীদের জন্য ফিচারটি প্রকাশ করেছে। যদি হোয়াটসঅ্যাপে নিজেদের ই-মেইল ঠিকানা যোগ করতে নিজের ফোনের হোয়াটসঅ্যাপ ওপেন করতে হবে এবং নিজেদের প্রোফাইলে যেতে হবে। সেখানে ‘অ্যাকাউন্ট মেন্যু’ অপশনে যেতে হবে এবং তারপর প্রমাণীকরণের জন্য কেবল ই-মেইলের ঠিকানা সিলেক্ট করতে হবে।

সর্বশেষ খবর