শিরোনাম
সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

লং প্রেস নোটিফিকেশন বন্ধ করল গুগল

অ্যান্ড্রয়েড ১৪ এখনো সেভাবে ব্যবহার উপযোগী না হলেও এতে নতুন পরিবর্তন আনছে গুগল। সবশেষ অ্যাপে লং প্রেসের মাধ্যমে নোটিফিকেশন দেখার সুবিধা সরিয়ে নিয়েছে গুগল।

অ্যান্ড্রয়েডের প্রয়োজনীয় এ ফিচারটির মাধ্যমে ডিভাইস আনলক না করেও নোটিফিকেশন দেখা যেত। এর আগে অ্যান্ড্রয়েড হোম স্ক্রিন বা অ্যাপ লিস্টে থাকা অ্যাপ আইকনে লং প্রেস বা দীর্ঘ সময় চেপে ধরার মাধ্যমে নোটিফিকেশন দেখা যেত। এর মাধ্যমে ব্যবহারকারীরা নোটিফিকেশনগুলো সরাসরি খুলতে বা বাতিল করতে পারত। এখন থেকে অ্যান্ড্রয়েড ১৪ আপডেটে আইকনগুলোয় লং প্রেস করার মাধ্যমে কেবল অ্যাপ্লিকেশন শর্টকাট, অ্যাপ ইনফো এবং উইজেট অপশন দেখা যাবে। এ ফিচারটি অপসারণের বিষয়ে গুগল গত আগস্টেই নিশ্চিত করেছিল। অ্যান্ড্রয়েড ১৪ আপডেট হওয়ার পর অনেক ব্যবহারকারী ফিচারটি ফিরিয়ে আনার অনুরোধ করে।

সর্বশেষ খবর