শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

থ্রেডসে চলবে না রাজনীতি বা সংবাদ

টেকনোলজি ডেস্ক

থ্রেডসে চলবে না রাজনীতি বা সংবাদ

থ্রেডসে রাজনীতি বা হার্ড নিউজের মতো বিষয়গুলোকে উৎসাহিত করা হয় না। রাজনীতি বা নির্জলা সংবাদের সঙ্গে বাড়তি যাচাই-বাছাই, নেতিবাচকতা এবং তথ্যের সত্যতার ঝুঁকি থাকে। ফলে এসব বিষয় দিয়ে থ্রেডসে ব্যবহারকারীকে যুক্ত করা হবে না। এদিকে মেটাও রাজনীতি বা সংবাদ সংশ্লিষ্ট আধেয় থেকে দূরত্ব তৈরি করেছে। ফেসবুকে রাজনীতি সংশ্লিষ্ট আধেয় প্রদর্শন কমানো হয়েছে। এমনকি গত বছর ফেসবুক ফিড থেকে ‘নিউজ’ বিভাগ তুলে নেওয়া হয়। এ ছাড়া কানাডায় নতুন আইনের ফলে ফেসবুক ও ইনস্টাগ্রামে সংবাদ লিঙ্ক প্রদর্শন সীমিত করেছে মেটা। ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি জানান, থ্রেডস প্ল্যাটফরম তৈরিতে যুক্ত দলটি শিগগিরই প্ল্যাটফরমে আরও সাধারণ কিছু ফিচার যুক্ত করবে। এগুলোর মধ্যে সার্চ, হ্যাশট্যাগ, ফলোয়িং ফিড, গ্রাফ সিঙ্কিং ও ডাইভার্স সাপোর্ট রয়েছে।

সর্বশেষ খবর