রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

মোবাইল ভিজে গেলে

টেকনোলজি ডেক্স

মোবাইল ভিজে গেলে

>> কোনো কারণে যদি ফোনে পানি লেগেই যায়, তা হলে প্রথমেই ফোনটি বন্ধ করে দিন। তার পর শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নিন। কারণ বৃষ্টির পানি ফোনে ঢুকে যাতে শট সার্কিট না হয়ে যায়, সে জন্য ফোনটি বন্ধ করে দেওয়াই ভালো।

>> ফোন কোনোভাবে ভিজে গেলে সঙ্গে সঙ্গেই তা চার্জে দিবেন না। ফোন সম্পূর্ণ শুকিয়ে গেলে তবেই তা চার্জে দিন। চার্জ না থাকলেও ভেজা ফোনে কখনো চার্জ দিবেন না কারণ যে কোনো সময় এর থেকে বিপদ ঘটে যেতে পারে।

>> ফোনে কোনো কারণে পানি ঢুকে গেলে ঘাবড়াবেন না। ফোনটি সঙ্গে সঙ্গে চালের ড্রামে রেখে দিন। অন্তত ৩-৪ ঘণ্টা রেখে দিলেই চাল ফোনের ভিতরে জমে থাকা পানি শুষে নেবে।

 

বৃষ্টির দিনে সতকর্তা-

>> বৃষ্টির দিনে সব সময় সঙ্গে একটি পলিথিন রাখুন। হঠাৎ বৃষ্টিতে সঙ্গে ছাতা না থাকলে ফোনটি পলিথিনে ঢুকিয়ে রাখুন এবং পলিথিন ব্যাগের উপরে গিঁট মেরে দিন। পলিথিনের বদলে চাইলে জিপার লক ব্যাগও ব্যবহার করতে পারেন, ব্যাগের ভিতরে ফোন ঢুকিয়ে জিপ লক করে দিন।

>> ফোনের একটা ওয়াটারপ্রুফ কভার কিনে রাখুন। এ কভারে ফোন ঢুকিয়ে নিলে আর ভিজে যাওয়ার ভয় থাকবে না। এ কভারের মধ্যে রেখেও ফোন ব্যবহার করতে পারেন।      

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর