সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

টেসলার রোবট ডিম সেদ্ধ করতে পারবে

টেকনোলজি ডেস্ক

টেসলার রোবট ডিম সেদ্ধ করতে পারবে

কোম্পানিটি রোবটটিকে প্রথম প্রজন্মের চেয়ে অনেক ভালো প্রশিক্ষণ দিয়েছে। এছাড়া রোবটটি অবিকল মানুষের মতোই চলাফেরা করতে পারে। রোবটটির ওজন ১০ কেজি কমিয়েছে টেসলা। আর এর হাঁটার গতি বেড়েছে আগের তুলনায় ৩০ শতাংশ।

 

মানবাকৃতির রোবট নিয়ে আসছে ইলন মাস্কের ইলেকট্রনিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা। মানুষের মতো গৃহস্থালির সব কাজ করতে পারবে এ রোবট। ডিম সেদ্ধ থেকে নাচ পর্যন্তও করতে পারবে মাস্কের এই ‘অপটিমাস’ রোবট। সম্প্রতি টেসলা তাদের অপটিমাস রোবটের দ্বিতীয় জেনারেশনের ভিডিও প্রকাশ করেছে। সেই ভিডিওতে দেখা গেছে, কোম্পানিটি রোবটটিকে প্রথম প্রজন্মের চেয়ে অনেক ভালো প্রশিক্ষণ দিয়েছে। এছাড়া রোবটটি অবিকল মানুষের মতোই চলাফেরা করতে পারে। রোবটটির ওজন ১০ কেজি কমিয়েছে টেসলা। আর এর হাঁটার গতি বেড়েছে আগের তুলনায় ৩০ শতাংশ। অপটিমাস রোবটের দ্বিতীয় ভার্সনের ভিডিওতে দেখা গেছে, ডিম সেদ্ধ করা থেকে শুরু করে নাচ, স্কোয়াট ইত্যাদি অনেক কাজ সহজেই করতে পারে সেটি। ডেমো ভিডিওটি এক্স অ্যাকাউন্টে শেয়ার করে ইলন মাস্ক লিখেছেন, ‘অপটিমাস’। টেসলার তথ্যানুসারে, এ রোবটটি এখন আরও ভালো ফুট ফোর্স, টর্ক সেন্সিং এবং আর্টিকুলেটেড টো সেকশন দিয়ে তৈরি করা হয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে রোবটটিকে আরও অনেকটা উন্নত করা হবে, এমনটাই জানাচ্ছে টেসলা। এই রোবটের হাতে সেন্সর রয়েছে, যা যে কোনো সূক্ষ্ম জিনিসকে অনুভব করতে পারে। আর যে কোনো জিনিসকে সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়। ইলন মাস্কের শেয়ার করা ভিডিওটি এখন পর্যন্ত ৩৬ মিলিয়নেরও বেশি মানুষ দেখেছেন। আর এটি লাইক করেছেন চার লাখেরও বেশি মানুষ। 

সর্বশেষ খবর