রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

১৬ মিলিয়ন কিলোমিটার দূর থেকে এলো রহস্যময় লেজার বার্তা

টেকনোলজি ডেস্ক

১৬ মিলিয়ন কিলোমিটার দূর থেকে এলো রহস্যময় লেজার বার্তা

মহাকাশের ১৬ মিলিয়ন কিলোমিটার দূর থেকে পাঠানো লেজার বার্তা পৌঁছে গেল ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো কাউন্টির ক্যালটেকস পালোমার অবজারভেটরিতে। নাসার বিজ্ঞানীরা বলছেন, লেজার বিমের মাধ্যমে এই বার্তা রিসিভ করা হয়েছে পৃথিবীতে। গত ১৩ অক্টোবর সাইকি নামে একটি মহাকাশযান পৃথিবী থেকে পাড়ি দেয় মঙ্গল ও বৃহস্পতি গ্রহের মাঝে সূর্যকে প্রদক্ষিণ করতে থাকা একটি গ্রহাণুর দিকে। এই গ্রহাণুটিতে নানা খনিজ রয়েছে। সেই খনিজের খোঁজ নিতেই সাইকির এই পাড়ি দেওয়া। এই সাইকি তার গন্তব্যের দিকে ছুটতে শুরু করে এখন চাঁদকে অতিক্রম করে আরও গভীরে ছুটে চলেছে। আর এই যাত্রা পথের মাঝেই মহাশূন্য থেকে বেশ কিছু তথ্য লেজার বিমের মাধ্যমে সে পৃথিবীতে পাঠিয়েছে। সেই বার্তা লেজার বিমের হাত ধরে একদম ঠিকঠাক ক্যালটেকস পালোমার অবজারভেটরিতে পৌঁছে গেছে।

সর্বশেষ খবর