রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

ইনস্টাগ্রামে ‘রিলস ডাউনলোড’

টেকনোলজি ডেস্ক

এখন থেকে যে কোনো ব্যবহারকারী চাইলে প্রাইভেসি পাবলিক করা ইনস্টাগ্রামে ‘রিলস ডাউনলোড’ করতে পারবেন। ইনস্টাগ্রাম হেড অ্যাডাম মিশৌরি মিশৌরি বলেন, এতদিন ইনস্টাগ্রাম থেকে রিল ডাউনলোড করা যেত না। পছন্দের কোনো রিলস সর্বোচ্চ সেভ করে পরবর্তী সময়ে ইনস্টাগ্রামে ঢুকেই দেখতে হতো। তবে এখন থেকে বিশ্বের যে কোনো প্রান্তে বসে ইনস্টাগ্রামের প্রাইভেসি পাবলিক দেয়া রিলস ডাউনলোড করা যাবে। ডাউনলোড করা রিলসে টিকটকের মতো ইনস্টাগ্রামের লোগোসহ যে ব্যক্তির রিলস তার ইউজার আইডির জলছাপ থাকবে। তবে গণহারে রিলস ডাউনলোড করা যাবে কি না, সেটি মূলত অ্যাকাউন্টধারীর ইচ্ছার ওপর নির্ভর করে। কেউ চাইলে রিলসের প্রাইভেসি পাবলিক রেখেও ডাউনলোড অপশন বন্ধ করে রাখতে পারেন। এ ক্ষেত্রে অ্যাকাউন্টধারী ইনস্টাগ্রামের সেটিংসে গিয়ে প্রাইভেসি অপশনের রিলস অ্যান্ড রিমিক্স অপশন থেকে ‘অ্যালাউ পিপল ডাউনলোড ইওর রিলস’-এ নিজের ইচ্ছামতো সেটিংস সেট করতে পারবেন। রিলসে ব্যবহৃত মিউজিকে যদি কপিরাইট থাকে অর্থাৎ মিউজিক নিজস্ব না হলে ভিডিও ডাউনলোড হলেও, সেখানে থাকবে না কোনো অডিও। কিন্তু রিলস তৈরিকারীর মিউজিক নিজের হলে ভিডিওর সঙ্গে সঙ্গে মিলবে অডিও সুবিধাও।

সর্বশেষ খবর