মঙ্গলবার, ২ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

অ্যান্ড্রয়েডেও মাইক্রোসফটের কোপাইলট

টেক ডেস্ক

অ্যান্ড্রয়েডেও মাইক্রোসফটের কোপাইলট

সম্প্রতি উইন্ডোজ ১১-তে করটানার পরিবর্তে কোপাইলট চালু করেছে মাইক্রোসফট। তারই ধারাবাহিকতায় অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্যও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর অ্যাসিস্ট্যান্ট চালু করা হয়েছে। যা গুগল প্লে স্টোর থেকে যে কেউ ডাউনলোড করতে পারবে। এ চ্যাটবটের মাধ্যমে যে কোনো ব্যবহারকারী কোড লেখা থেকে শুরু করে বাণিজ্যিক ই-মেইল তৈরিসহ সব ধরনের কাজই করা সম্ভব। এতে ওপেনএআইয়ের সর্বশেষ এআই টুল জিপিটি ৪ ও ডাল-ই-৩ ব্যবহার করা হয়েছে। এক্ষেত্রে মাইক্রোসফট অ্যাকাউন্ট থাকার মতো কোনো বাধ্যবাধকতাও নেই। বিং চ্যাট নামে পরিচিতি পাওয়া কোপাইলট ফিচারটি সেলফোনে চালু করে মাইক্রোসফট। তবে এখনো আইওএসে আসেনি অ্যাপটি এবং সে সম্পর্কে কিছু জানানো হয়নি। এ ছাড়া কোপাইলট অ্যাপে কোম্পানির সাম্প্রতিক আপডেটে ভিডিও সংক্ষিপ্ত করা ও গান তৈরির ফিচারও যুক্ত করা হয়েছে।

সর্বশেষ খবর