মঙ্গলবার, ২ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

চোখের চাপ কমাবে হোয়াটসঅ্যাপ!

টেক ডেস্ক

চোখের চাপ কমাবে হোয়াটসঅ্যাপ!

নতুন বছরে হোয়াটসঅ্যাপ আপডেটে আসছে বিশেষ ফিচার। ধারণা করা হচ্ছে, সাইডবার রি-ডিজাইন সঙ্গে আসবে ডার্কার কালার স্কিম। ব্যবহারকারীদের চোখের ওপর চাপ কমাতেই এই স্কিম ব্যবহার করা হবে। পাশাপাশি অ্যাপের ডিজাইনে আনা হবে দৃষ্টিনন্দন পরিবর্তন। তবে এ পরিষেবায় হোয়াটসঅ্যাপ গ্রাহকদের জন্য ‘ডার্ক মোড’ আনছে না, কারণ এটি ইতোমধ্যেই রয়েছে ওয়েব বা অ্যাপে। এর পরিবর্তে আপডেটে একটি নতুন কালার স্কিম আসতে চলেছে। জানা গেছে, এই ডার্ক কালার স্কিম নিয়েই আপাতত পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে মেটা। ফিচারটি এখনই ব্যবহারকারীদের জন্য চালু করে দেওয়া হয়নি। এমনকি বিটা টেস্টারদের জন্যও নয়। আপাতত এই আপডেট নিয়ে কাজ করছে সংস্থাটি। তবে ধারণা করা হচ্ছে, খুব দ্রুতই এই ফিচার আপডেট করা হবে। সংস্থার দাবি, ফিচারটি আপডেট হলে ওয়েব সংস্করণটি আরও দৃষ্টিনন্দন হয়ে উঠবে।    

সর্বশেষ খবর