মঙ্গলবার, ২ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

ইমোর শেয়ারিং ইজ কেয়ারিং ফিচার

টেক ডেস্ক

ইমোর শেয়ারিং ইজ কেয়ারিং ফিচার

‘শেয়ারিং ইজ কেয়ারিং’ ধারণা থেকে উদ্বুদ্ধ হয়ে লোকেশনভিত্তিক শেয়ারিং ও ইন্টারঅ্যাকশন ফিচার ‘ইমো নাও’ নিয়ে এলো মেসেজিং অ্যাপ ইমো। যার মাধ্যমে ব্যবহারকারীরা লোকেশন শেয়ারিং, রুট শেয়ারিং, স্ট্যাটাস নোটিস ও জিপিএস নেভিগেশনের মতো ফিচার ব্যবহার করে পরিবারের সদস্যদের সঙ্গে লোকেশন শেয়ার এবং যোগাযোগ করার সুযোগ পাবেন। এতে একদিকে কেবল দুশ্চিন্তাই কমাবে না, পাশাপাশি পরিবারের সদস্যদের দূরত্ব যাই হোক না কেন সবসময় তাদের কাছাকাছি রাখবে। যাতায়াত বা ভ্রমণে থাকার সময় যেকোনো জায়গায় যেকোনো ধরনের সমস্যা হলে পরিবারের সদস্যরা স্বয়ংক্রিয়ভাবে স্ট্যাটাস নোটিস পাবেন। একই সঙ্গে প্রবাসে থাকা সদস্যটিও বাড়িতে থাকা তার সন্তান, সঙ্গী বা পরিবারের বয়স্ক সদস্যরা একটি ভার্চুয়াল ম্যাপের মাধ্যমে কানেকটেড থাকার সুযোগ পাবেন। ফলে ব্যবহারকারীদের নিরাপত্তা বৃদ্ধি এবং পারিবারিক বন্ধন সুদৃঢ় করতে সহায়তা করবে।

সর্বশেষ খবর