বৃহস্পতিবার, ৪ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

২০২৩ সালে সবচেয়ে বেশি ব্যবহার হয়েছে যেসব এআই প্রযুক্তি

২০২৩ সালে সবচেয়ে বেশি ব্যবহার হয়েছে যেসব এআই প্রযুক্তি

অনেকের ধারণা, ২০২৩ সাল কৃত্রিম বুদ্ধিমত্তা (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স-এআই) বছর। এ বছর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স-এআই প্রযুক্তি দ্রুত গতিতে এগিয়েছে। ধরনভেদে কয়েকটি এআই সফটওয়্যার অকল্পনীয় উন্নতি লাভ করেছে। এক গবেষণায় দেখা গেছে, যদিও ভয় ও শঙ্কা এই প্রযুক্তির ব্যবহারের অন্তরায় হয়নি। রাইটারবাডি.এআই নামক অনলাইন কনটেন্ট রাইটিং কোম্পানির সমীক্ষা অনুসারে, চ্যাটজিপিটি হলো- বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এআই সফটওয়্যার। সমীক্ষায় দেখা গেছে, ২০২২ সালের সেপ্টেম্বর থেকে ২০২৩ সালের আগস্ট পর্যন্ত ১ হাজার ৪০০ কোটির বেশি ব্যবহারকারী চ্যাটজিপিটি ব্যবহার করেছেন। রাইটারবাডির বিশ্লেষণ অনুসারে, বছরের সর্বাধিক ব্যবহৃত এআই টুল নির্ধারণ করেছে ঝঊগৎঁংয। সংস্থাটি ঝঊঙ সফটওয়্যার ব্যবহার করে ৩ হাজারের বেশি কৃত্রিম বুদ্ধিমত্তাগুলো যাচাই করেছে। সব মিলিয়ে শীর্ষ ৫০টি এআই প্রযুক্তি বিশ্বের ২ হাজার ৪০০ কোটির বেশি ব্যবহারকারীর মন জয় করেছে। র‌্যাঙ্কিংয়ে থাকা শীর্ষ ১০ এআই প্রযুক্তির ব্যবহারকারী সম্পর্কে দেওয়া হলো...

১. চ্যাটজিপিটি

 ক্যাটাগরি : এআই চ্যাটবট

 সর্বমোট ভিজিট : ১ হাজার ৪০০ কোটি

২. ক্যারেক্টার এআই

 ক্যাটাগরি : এআই চ্যাটবট

 সর্বমোট ভিজিট : ৩৮০ কোটি

৩. কুইলবট

 ক্যাটাগরি : এআই রাইটার

 সর্বমোট ভিজিট : ১১০ কোটি

৪. মিডজার্নি

 ক্যাটাগরি : ইমেজ জেনারেটর

 সর্বমোট ভিজিট : ৫০ কোটি ৪ লাখ

৫. হাগিং ফেস

 ক্যাটাগরি : ডেটা সাইন্স

 সর্বমোট ভিজিট : ৩১ কোটি ৬ লাখ

৬. বার্ড

 ক্যাটাগরি : এআই চ্যাটবট

 সর্বমোট ভিজিট : ২৪ কোটি ৬ লাখ

৭. নোবেলএআই

 ক্যাটাগরি : এআই রাইটিং

 সর্বমোট ভিজিট : ২৩ কোটি ৭ লাখ

৮. ক্যাপকাট

 ক্যাটাগরি : ভিডিও জেনারেটর

 সর্বমোট ভিজিট : ২০ কোটি ৮ লাখ

৯. জেনিটরএআই

 ক্যাটাগরি : এআই চ্যাটবট

 সর্বমোট ভিজিট : ১৯ কোটি ৪ লাখ

১০. সিভিটএআই

 ক্যাটাগরি : ইমেজ জেনারেটর

 সর্বমোট ভিজিট : ১৭ কোটি ২ লাখ

যদিও চ্যাটজিপিটি এ বছর নেতিবাচক ধারণার জন্ম দিয়েছে। তাই তো অনেক বিশ্লেষক স্যাম অল্টম্যানের নেতৃত্বে থাকা এই চ্যাটবটকে ভবিষ্যতের জন্য হুমকি মনে করছেন। তবুও লোকেরা এই সফটওয়্যারের ব্যবহার কমায়নি। এই চ্যাটবটের মাধ্যমে আপনি সাপ্তাহিক পরিকল্পনা থেকে জীবনবৃত্তান্ত লেখা পর্যন্ত অনেক কাজই সম্পাদন করে থাকে। তালিকায় থাকা গুগল বার্ড এবং কুইলবট অন্যান্য এআইয়ের মতোই ক্ষমতা রাখে। কেননা এর মাধ্যমে লেখা সংক্ষিপ্তকরণ থেকে প্যারাফ্রেজ- সবই করা সম্ভব। যদিও এগুলো ওপেনএআই-এর চ্যাটবটের মতো জনপ্রিয়তা অর্জন করেনি। অন্যদিকে ক্যারেক্টারএআই এবং নোবেলএআইকে অনেকে ভার্চ্যুয়াল সঙ্গী হিসেবে ব্যবহার করে থাকেন। আপনি যদি বিনোদনের উদ্দেশ্যে এআই ব্যবহার করে থাকেন, তাহলে কোনো ডিগ্রি বা চাকরি ছাড়াই অর্থ আয়ের সুযোগ পেয়ে যাবেন। অল্যানইউ-এর প্রতিষ্ঠাতা ও সিইও সুসান গঞ্জালেস বলেন, এআই প্রান্তিক জনগোষ্ঠীকেও দক্ষ করে তুলেছে। সুসান গঞ্জালেস আরও বলেন, আপনি কোনো প্রতিষ্ঠানের মালিক কিংবা ফ্রিল্যান্সার হলে, এআই প্রযুক্তিকে ব্যবসায়ের উন্নতি, ইনভেন্টরি পরিচালনা, গ্রাহকের আচরণ বিশ্লেষণ বা প্রতিযোগিতামূলক বুদ্ধিমত্তা হিসেবে ব্যবহার করতে পারেন।

তথ্যসূত্র : সিএনবিসি

সর্বশেষ খবর