বৃহস্পতিবার, ৪ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

কেন বিমানে উঠলে ফোন ফ্লাইট মোডে রাখতে বলা হয়

কেন বিমানে উঠলে ফোন ফ্লাইট মোডে রাখতে বলা হয়

বিমান ভ্রমণের সময় স্মার্টফোন বা ল্যাপটপকে ‘ফ্লাইট মোড’-এ রাখতে বলা হয়। তবে কেন এমনটি করতে বলা হয়ে থাকে, তা আমাদের অনেকেরই অজানা। জেনে নেওয়া যাক বিস্তারিত...

গবেষণায় দেখা গেছে, ব্যক্তিগত ইলেকট্রনিক ডিভাইসগুলো বিমানের রেডিও ফ্রিকোয়েন্সি এবং নেভিগেশন সিস্টেমে সমস্যার সৃষ্টি করতে পারে, যা ইলেকট্রোম্যাগনেটিক হস্তক্ষেপ হিসেবে পরিচিত। আমেরিকান ফেডারেল কমিউনিকেশনস কমিশনের (এফসিসি) দাবি, সেলফোন বা এ ধরনের ডিভাইসগুলোর রেডিও ফ্রিকোয়েন্সি বিমানের নেভিগেশন এবং যোগাযোগ ব্যবস্থায় সমস্যা তৈরি করতে পারে। এ কারণে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) বিমান উড়ানের সময় এবং অবতরণের সময় কোনো ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার নিষেধ করে থাকে।

সর্বশেষ খবর