মঙ্গলবার, ৯ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

চাঁদে যেসব আবর্জনা ফেলে এসেছে মানুষ

টেকনোলজি ডেস্ক

চাঁদে যেসব আবর্জনা ফেলে এসেছে মানুষ

মানুষসহ বিভিন্ন মহাকাশযানের পা পড়েছে চাঁদের মাটিতে। পৃথিবীর একমাত্র উপগ্রহের বুকে মানুষ ও মহাকাশযান রেখে এসেছে নানান স্মৃতিচিহ্ন। ২০১২ সালের এক হিসাব অনুযায়ী প্রায় ৪ লাখ টন মানবসৃষ্ট বস্তু পড়ে রয়েছে চাঁদে। চাঁদের মাটিতে পড়ে আছে নানা দেশের ল্যান্ডার, রোভার, যন্ত্রাংশ, ভাঙা মহাকাশযান। ইচ্ছায়-অনিচ্ছায় আরও বহু বহু জিনিস চাঁদের মাটিতে রেখে এসেছেন মহাকাশচারীরা। মহাকাশচারীদের রেখে আসা স্মৃতিচিহ্নের মধ্যে আছে মল থেকে গলফ বল, পতাকা, পরিবারের ছবিও। চাঁদের বুকে পা রাখা দ্বিতীয় ব্যক্তি এডউইন অলড্রিন এক টুইট বার্তায় লিখেছিলেন, ‘ভবিষ্যতে আমার মলভর্তি ব্যাগ যিনি খুঁজে পাবেন, তার জন্য খুব খারাপ লাগছে।’

দেখে নিন কী কী রেখে আসা হয়েছে চাঁদে : ৭০টির বেশি স্পেসক্রাফট, আরও আছে রোভার, মডিউল, পাঁচটি মার্কিন পতাকা, দুটি গলফ বল, ১২ জোড়া বুট, টিভি ক্যামেরা, ফিল্ম ম্যাগাজিন, ৯৬ ব্যাগ মূত্র, মল ও বমি, অজস্র হ্যাসেলবাড ক্যামেরা ও অ্যাকসেসরিজ, বেশকিছু জ্যাভলিন, নানা ধরনের হাতুড়ি, চিমটা, বেলচা, ব্যাকপ্যাক, ব্যবহৃত রুমাল, ব্যক্তিগত স্বাস্থ্য সরঞ্জাম, খাবারের খালি প্যাকেট, অ্যাপোলো-১-এর সামান্য ধ্বংসাবশেষ। যা উড্ডয়নের সময় অ্যাপোলো-১-এর তিনজন মার্কিন নভোচারী মারা গিয়েছিলেন। ৭৩ বিশ্বনেতার শুভেচ্ছা বার্তাবাহী একটি ছোট্ট সিলিকনের ডিস্ক, একটা রুপার পিন, অ্যাপোলো-১২ অভিযানের মহাকাশচারী অ্যালান বিনের ফেলে আসা, সোভিয়েত মহাকাশচারী ভ্লাদিমির কোমারভ ও ইউরি গ্যাগারিনের সম্মানার্থে মেডেল।

  

সর্বশেষ খবর