শনিবার, ১৩ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

চাঁদে রওনা দেওয়া যুক্তরাষ্ট্রের রকেটটি ‘সম্ভবত ব্যর্থ’

চাঁদে রওনা দেওয়া যুক্তরাষ্ট্রের রকেটটি ‘সম্ভবত ব্যর্থ’

অ্যাপোলো মিশনের পর চাঁদের উদ্দেশে রওনা দেওয়া প্রথম মার্কিন রকেটটি ‘সম্ভবত ব্যর্থ’ হয়েছে এমনটাই জানালেন মিশনের প্রকৌশলীরা। ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল থেকে রকেটটি উৎক্ষেপণ করা হয় সোমবার সকালে। আর এ মিশনের নাম ‘পেরেগ্রিন-১’। তবে উৎক্ষেপণের প্রায় সাত ঘণ্টা পর কারিগরি ত্রুটির মুখে পড়ে রকেটটি, যার ফলে এই মিশনটি সম্ভবত ব্যর্থ হয়েছে। এক প্রতিবেদনে উল্লেখ করেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেন্ডেন্ট। এ উৎক্ষেপণে নিজেদের মুন ল্যান্ডার পাঠানো কোম্পানি অ্যাস্ট্রবটিক বলেছে, নভোযানটিতে থাকা সোলার প্যানেল সূর্যের দিকে ‘ঠিকমতো তাক করা’ সম্ভব হয়নি। এর মানে, রকেটের সোলার প্যানেলে সূর্যরশ্মি পৌঁছাতে না পারায় এর ব্যাটারি বন্ধ হয়ে যায়, যার ফলে মিশনটি সম্ভবত বিপদের মুখে পড়েছে। পরবর্তীতে মিশনের প্রকৌশলীরা বেশ কয়েকবার কমান্ড পাঠালে একসময় নভোযানটির সোলার প্যানেল সঠিক অবস্থানে বসানো সম্ভব হয়। সে সময় অ্যাস্ট্রবটিক বলেছে, রকেটের ব্যাটারি সফলভাবেই চার্জ হচ্ছে। তবে পরবর্তীতে নিজেদের বক্তব্য থেকে সরে এসে কোম্পানিটি জানায়, রকেটের প্রোপালশন সিস্টেমে একটি ত্রুটি ধরা পড়েছে। অন্যদিকে অ্যাস্ট্রবায়োটিক ইঙ্গিত দিয়েছে, মিশনটি সম্ভবত ব্যর্থ হয়ে গেছে।

 

সর্বশেষ খবর