শনিবার, ১৩ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

যেভাবে পাবেন ল্যাপটপের দীর্ঘস্থায়ী ব্যাটারি

যেভাবে পাবেন ল্যাপটপের দীর্ঘস্থায়ী ব্যাটারি

ল্যাপটপ আজকাল নানা কার্য সম্পাদনের অন্যতম ডিভাইস হয়ে উঠেছে। পড়াশোনা থেকে ব্যক্তিগত ও অফিশিয়াল কাজ- বিভিন্ন প্রয়োজনে ল্যাপটপ সঙ্গে রাখতেই হয়। এসব মুহূর্তে ব্যাটারি লাইফ বা ব্যাকআপ না পাওয়া কষ্টকর। পিসিম্যাগ তথ্য অনুসারে, দীর্ঘদিন ল্যাপটপের ব্যাটারি ভালো রাখতে বেশ কিছু বিষয় খেয়াল রাখতে হবে। আজ জানার সেই সূত্রগুলো...

ল্যাপটপের ব্যাটারি একদম খালি করে ফেলা যাবে না। একবারে খালি করা হলে ব্যাটারির সেল ক্ষতিগ্রস্ত হয়, চার্জ হতে সময় লাগে এবং চার্জ ধরে রাখার সক্ষমতা কমে যায়। আবার ব্যাটারি শতভাগ চার্জও দেওয়া যাবে না। এতেও ব্যাটারি ক্ষতিগ্রস্ত হয়। চার্জ ৮০ শতাংশে আসার পর চার্জ দেওয়া বন্ধ করে দিতে হবে। ল্যাপটপ ব্যাটারিতে চলার সময় নিজেই তাপ উৎপন্ন করে। তাই ব্যবহারের সময় ডিভাইস গরম জায়গায় রাখা যাবে না। অতিরিক্ত তাপমাত্রায় ব্যাটারির সেল ক্ষতিগ্রস্ত হয়। এ ছাড়া দীর্ঘ সময় একটানা ল্যাপটপ ব্যবহার করা যাবে না। ১০-১৫ মিনিটের বিরতি দিয়ে কাজ করা ভালো। হোম স্কিন কিংবা প্যানেল বা ব্যাকগ্রাউন্ডে চলতে থাকা অ্যাপগুলো বন্ধ রাখতে হবে। ব্যাকগ্রাউন্ডে সক্রিয় অ্যাপ ব্যাটারির চার্জ দ্রুত শেষ করে। অতিরিক্ত গরম-ঠান্ডা পরিবেশে ল্যাপটপ রাখবেন না। একসঙ্গে অতিরিক্ত প্রোগ্রাম অন রাখবেন না। তাতে বেশি তাপ উৎপন্ন হয়। সব সময় চার্জার লাগিয়ে রাখবেন না। শতভাগ চার্জ হয়ে গেলে ইউএসবি পোর্ট খুলে ফেলুন।

 

সর্বশেষ খবর