শনিবার, ১৩ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

চাঁদের পর সূর্য ‘স্পর্শ’ ভারতের গন্তব্যে আদিত্য এল-১

চাঁদের পর সূর্য ‘স্পর্শ’ ভারতের গন্তব্যে আদিত্য এল-১

চন্দ্রজয়ের পর এবার চূড়ান্ত গন্তব্যে পৌঁছেছে ভারতের সৌরযান আদিত্য এল-১। সম্প্রতি মহাকাশযানটি ‘টার্গেট পয়েন্টে’ পৌঁছায়। সেখান থেকে এটি অবিচ্ছিন্নভাবে সূর্যকে পর্যবেক্ষণ করতে পারবে। সৌর-অভিযানে সাফল্যের এ খবর সামাজিক মাধ্যম এক্সে পোস্ট করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ সময় এই অভিযানকে একটি যুগান্তকারী এবং অসাধারণ কীর্তি বলে আখ্যা দিয়েছেন তিনি। একই সঙ্গে জটিল এই মহাকাশ মিশন বাস্তবে রূপদানকারী বিজ্ঞানীদের নিরলস পরিশ্রমের প্রমাণ বলেও জানান ভারতের প্রধানমন্ত্রী। এদিকে ইসরো বলছে, সূর্যের কাছে এল-১ পয়েন্টের দূরত্ব পৃথিবী থেকে ১৫ লাখ কিলোমিটার। গত চার মাস ধরে এই পথ অতিক্রম করেছে আদিত্য এল-১। ওই এলাকায় আগে থেকেই নাসার আরও চারটি মহাকাশযান রয়েছে।

সর্বশেষ খবর