শনিবার, ১৩ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

ইমো নিয়ে এসেছে নতুন অ্যাভাটার

ইমো নিয়ে এসেছে নতুন অ্যাভাটার

ডিজিটাল অভিজ্ঞতায় এআই ঘরানার নব্য ফিচার ‘অ্যাভাটার’ উন্মোচন করেছে যোগাযোগ প্ল্যাটফরম ইমো। কার্যকর জেনারেশন মেকানিজমের বদৌলতে ফিচারটি ছবির ওপর ভিত্তি করেই কয়েক ধরনের অ্যাভাটার তৈরি করে দেবে। বাকি সব প্ল্যাটফরমে যেখানে এমন ফিচার ব্যবহারে ১০টির বেশি ছবি আপলোড করতে হয়, সেখানে ইমোতে একটি ছবির মাধ্যমে চমৎকার সব এআই অ্যাভাটার তৈরি করা যাবে; যা শুধু ফেস সোয়াপই হবে না, প্রযুক্তির একীভূতকরণের ভিত্তিতেই অ্যাভাটার তৈরি হবে। ব্যক্তিত্ব সঠিকভাবে প্রকাশ করে- এমন অ্যাভাটার তৈরিতে নতুন ফিচারে বহু স্টাইল প্যাটার্ন যুক্ত করে কয়েক ধরনের স্টাইল মোডের মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষার সুযোগ থাকবে। এআই প্রযুক্তিতে তৈরি সব অ্যাভাটার গ্রাহকদের প্রতিবার উদ্ভাবনী ও চমৎকার ফল নিশ্চিত করবে। অন্যদিকে ড্রেসআপ কার্ড ব্যবহার করে গ্রাহকরা অনন্য সব স্টাইলের নতুন অ্যাভাটার তৈরি করতে পারবেন।

 

সর্বশেষ খবর