শনিবার, ১৩ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

হেলমেট লিখবে মনের কথা!

হেলমেট লিখবে মনের কথা!

দীর্ঘ পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে নিউরোসায়েন্সের ক্ষেত্রে বড় এক ‘চমক’ দেখালেন বিজ্ঞানীরা। সিডনি ইউনিভার্সিটি অব টেকনোলজির ‘গ্রাফেনেক্স ইউটিএস হিউম্যান সেন্ট্রিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেন্টারের’ গবেষকরা একটি পোর্টেবল হেলমেট ডিজাইন করেছেন, যা মানুষের মনে চলতে থাকা ভাবনা পড়তে এবং লিখতে পারে। সংশ্লিষ্ট বিজ্ঞানীদের দাবি, এটিই বিশ্বের প্রথম হেলমেট; যা মন ও মস্তিষ্ক উভয়ই পড়তে পারে। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর বলছে, ‘মাইন্ড রিডিং’ হেলমেটটি তৈরি করার উদ্দ্যেশ্য হলো- এমন মানুষদের সাহায্য করা, যারা অসুস্থতাজনিত কারণে কারও সঙ্গে মনের কথা যথাযথভাবে বলতে পারেন না। যেমন- প্যারালাইসিস বা স্ট্রোকের রোগী। এ ছাড়াও বিজ্ঞানীদের মতে, এটি মানুষ এবং যন্ত্রের মধ্যে ভালো যোগাযোগ স্থাপন করবে। ভবিষ্যতে এটি রোবট এবং বায়োনিক অস্ত্র ইত্যাদি নিয়ন্ত্রণেও সাহায্য করবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর