শনিবার, ১৩ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

হোয়াটসঅ্যাপে লক করা যাবে চ্যাট

হোয়াটসঅ্যাপে লক করা যাবে চ্যাট

ব্যবহারকারীদের সুবিধার্থে একের পর এক নতুন ফিচার নিয়ে আসছে মেটা মালিকানাধীন মেসেজিং প্ল্যাটফরম হোয়াটসঅ্যাপ। সে ধারাবাহিকতায় এবার হোয়াটসঅ্যাপ নতুন ফিচার যুক্ত করেছে। যার নাম ‘সিক্রেট কোড’। ফলে চাইলেই যে কোনো গুরুত্বপূর্ণ বার্তাগুলো লক বা লুকিয়ে রাখা যাবে। সিক্রেট ফিচারের মাধ্যমে লক করে রাখা চ্যাট সহজে খুঁজে পাওয়া যাবে। এর জন্য ব্যবহার করতে হবে নির্দিষ্ট পাসওয়ার্ড। মেটার পক্ষ থেকে জানানো হয়েছে, সিক্রেট কোড দিয়ে হোয়াটসঅ্যাপ চ্যাট লক করে রাখার এই ফিচার আপনার গোপন চ্যাটগুলোকে একটি পাসওয়ার্ড দিয়ে সুরক্ষিত রাখতে পারে। একমাত্র আপনিই সেই কোড সার্চ বারে দিয়ে গোপন চ্যাটের অ্যাক্সেস পেতে পারেন। ব্যবহারকারীরা যে কোনো গোপন কথোপকথন লক করার কাজও করতে পারবেন। এবার যে কোনো চ্যাটে দীর্ঘক্ষণ প্রেস করে তাৎক্ষণিক সেই চ্যাটটিকে লক করে রাখতে পারেন। এজন্য সেটিংসে যাওয়ার কোনো প্রয়োজন হবে না।

 

সর্বশেষ খবর