বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

আইফোনে কি-বোর্ড কেস!

আইফোনে কি-বোর্ড কেস!

বর্তমানে স্মার্টফোনের সঙ্গে ফিজিক্যাল বা বাইরে থেকে ব্যবহারযোগ্য কোনো কি-বোর্ড থাকে না। তবে এটি ফিরিয়ে আনার প্রচেষ্টাও অব্যাহত রয়েছে। এবার আইফোনে ফিজিক্যাল কি-বোর্ড ফিরিয়ে আনতে কাজ করছে প্রযুক্তি প্রতিষ্ঠান ক্লিকস। উদাহরণস্বরূপ-ব্ল্যাকবেরির অ্যান্ড্রয়েড-চালিত কিওয়ান ও কিটু স্মার্টফোনের কথা। তবে এ ডিভাইসগুলোয় ডিসপ্লের আকার নিয়ে সমস্যা হয়েছে। আইফোনেও একই সমস্যা হতে পারে। তাই সমাধান হিসেবে ফোন কেসে কি-বোর্ড যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়। এর একাধিক প্রচেষ্টা ব্যর্থ হলেও রায়ান সিক্রেস্টের টাইপো বেশি পরিচিত। এদিক থেকে ক্লিকস এগিয়ে গেছে। ক্লিকসের নতুন এ কেস সিলিকন দিয়ে নির্মিত। যে কারণে সহজেই আইফোনে বসানো যাবে এবং বের করা যাবে। কেসটির ওপরের অংশ নমনীয় হওয়ায় সহজেই ডিভাইস সেট করা যায়। চার্জিং পোর্ট ব্যবহারে সমস্যা মনে হলেও কয়েকবারের ব্যবহারে এটিও সহজ হয়ে যাবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর