বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

গুগল স্টোরেজ দখল করবে হোয়াটসঅ্যাপ

টেকনোলজি ডেস্ক

হোয়াটসঅ্যাপ চ্যাট ডাটা ব্যাকআপের ক্ষেত্রে নতুন আপডেট এনেছে। এখন থেকে গুগল ড্রাইভের স্টোরেজে হোয়াটস অ্যাপ ব্যাকআপ যুক্ত হবে। বেটা ভার্সনে নতুন এই পরিবর্তন যুক্ত হয়েছে। চ্যাট হিস্ট্রি, ছবি এমনকি ভিডিও ব্যাকাপ করলেও এখন যা গুগল ড্রাইভে যুক্ত হবে। ফ্রি কিংবা পেইড যে ভার্সনের গুগল ড্রাইভই থাকুক না কেন, হোয়াটস অ্যাপ এখন থেকে স্টোরেজ দখল করবে। তবে এখনই তাড়াহুড়ো করার কিছু নেই।

২০২৪ সালের প্রথম আধেকে নতুন পরিবর্তন মূল অ্যাপে আসবে। ইউজারদের অন্তত ৩০ দিন আগেই নতুন পরিবর্তনের বিষয়ে নোটিফাই করা হবে। তবে কেউ যদি গুগল ড্রাইভের স্টোরেজ খরচ করতে না চান তাহলে ‘চ্যাট ব্যাকআপ’ অপশনে গিয়ে ব্যানার আকারে পাবেন। সেখানে হোয়াটস অ্যাপের বিল্ট ইন চ্যাট ট্রান্সফার টুল ব্যবহার করতে পারবেন। এক ফোন থেকে অন্য ফোনে আপনার চ্যাট নিয়ে যেতে পারবেন। সেক্ষেত্রে দুই ডিভাইসকে একই ওয়াইফাইয়ে সংযুক্ত থাকতে হবে। আবার গুগল ড্রাইভে ব্যাকআপ রাখতে চাইলে অ্যাপে শুধু চ্যাট ব্যাকআপ রাখার সুযোগ রয়েছে। ছবি বা ভিডিও ব্যাকআপ না হলে আখেরে ব্যবহারকারীদেরই বাড়তি সুবিধা। গুগল ড্রাইভের স্টোরেজে আগে অ্যান্ড্রয়েড থেকে ডাটা ব্যাকাপ যুক্ত হতো না। আইফোন ব্যবহারকারীদের এই সুবিধা ছিল না। এখন অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদেরও সেই সুযোগ হাতছাড়া হতে চলেছে।

সর্বশেষ খবর