বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

গুগল ম্যাপে জেনারেটিভ এআই ফিচার

ম্যাপসে জেনারেটিভ এআই-নির্ভর নতুন ফিচারের পরীক্ষা চালাচ্ছে। ব্যবহারকারীদের প্রয়োজন ও পছন্দের ভিত্তিতে বিভিন্ন জায়গা খুঁজে পেতে সাহায্য করবে এ ফিচার। এআইনির্ভর ফিচারটির মাধ্যমে ম্যাপে ব্যবহারকারীরা নিজের ভাষায় পছন্দ ও প্রয়োজনগুলো উল্লেখ করে সার্চ করলে গুগলের ডাটাবেজ থেকে কাস্টমাইজড সাজেশন দেয়া হবে। মূলত গুগলের বড় ডাটাবেজ থাকায় ফটো, রেটিং ও রিভিউগুলো এআইয়ের মাধ্যমে বিশ্লেষণ করে সাজেশন প্রদান করবে। এছাড়া ফিচারটি ব্যবহার করার সময় ফলোআপ প্রশ্ন করার মাধ্যমে ব্যবহারকারীরা সার্চ রেজাল্টকে আরো অপ্টিমাইজড করতে পারবে। গুগলের দাবি, নতুন এআই সিস্টেমটি ব্যবহারকারীদের চাহিদা পূরণে যথেষ্ট। ব্যবহারকারী সার্চ করার সময় নির্দিষ্ট কোনো বিষয় বা থিম কিওয়ার্ডের সঙ্গে যুক্ত করে, সে অনুসারে ফল দেখাবে।

সর্বশেষ খবর