শিরোনাম
শনিবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

বন্ধ হলো গুগলের যে জনপ্রিয় ফিচার

টেকনোলজি ডেস্ক

বন্ধ হলো গুগলের যে জনপ্রিয় ফিচার

গুগলের ক্যাশেড ওয়েব পেজ ফিচারটি আর দেখা যাবে না। এর মাধ্যমে ওয়েব পেজের প্রথম সংস্করণ দেখা যেত। গুগল এই ক্যাশে লিঙ্ক ফিচারই বন্ধ করে দিয়েছে। সংস্থার পক্ষ থেকে বলা হচ্ছে, এই ক্যাশেড ওয়েব পেজ ফিচার সেই সময়ের জন্যই উপযুক্ত ছিল যখন পেজ লোড হতে বেশি সময় লাগত। এখন চোখের নিমেষে পেজ লোড হয়ে যায়। তাই গুগলও রাশ টানছে। সরিয়ে নিয়েছে এই ফিচার। তবে পুরনো অনেক ওয়েবসাইট আজও রয়েছে। বেশিরভাগই একাধিক সমস্যায় জর্জরিত। সে সব সাইটকে টিকিয়ে রাখতে পাশে দাঁড়াচ্ছে গুগল। ক্যাশে লিঙ্ক ব্যবহারের ফলে ওয়েব পেজগুলো অ্যাক্সেস করা সহজ হতো। তবে এ ধরনের ওয়েবসাইট চালু রাখতে এবং চালানোর জন্য প্রয়োজনীয় পরিবর্তনগুলো গুগল করবে বলেই মনে করা হচ্ছে।

সর্বশেষ খবর