শিরোনাম
শনিবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

একজন ম্যারি কুরি

টেকনোলজি ডেস্ক

একজন ম্যারি কুরি

পৃথিবীখ্যাত নারী বিজ্ঞানী ম্যারি কুরি। পোল্যান্ডে জন্ম নেওয়া ম্যারি দুটি উপাদানের আবিষ্কারের জন্য নোবেল পুরস্কার অর্জন করেছিলেন। প্রথমবার নোবেল পেয়েছিলেন পদার্থবিজ্ঞানে। রেডিয়োঅ্যাক্টিভিটি বা তেজস্ক্রিয়তা নিয়ে গবেষণার জন্য। মাত্র আট বছর পর দ্বিতীয় নোবেল পান রসায়নে। রেডিয়াম এবং পোলোনিয়াম আবিষ্কারের জন্য। আর এ দুটি উপাদানই সামরিক যানসহ ঘড়ি, বিমানের সুইচ এবং যন্ত্রের ডায়ালগুলোতে ব্যাপকভাবে প্রয়োগ হয়ে থাকে। তৎকালীন লোকেরা ১৯৬০ এবং ১৯৭০-এর দশকে এটি ব্যবহার করা বন্ধ করে দেয় যখন তারা বুঝতে পেরেছিল, এটি তাদের স্বাস্থ্যের জন্য বিপজ্জনক। এ আবিষ্কারে ম্যারি কুরি ও তাঁর স্বামী পেয়েরি কুরিও স্বাস্থ্যগত ক্ষতির সম্মুখীন হয়েছিলেন। আর রেডিয়াম আবিষ্কারের কোনো পেটেন্ট করেননি তাঁরা। সারা বিশ্বের বিজ্ঞানীদের বিনামূল্যে জানিয়ে দেন রেডিয়াম সংগ্রহের উপায়। পোলোনিয়াম তাঁর অন্য আবিষ্কার। যা ২১ শতকে মানুষ হত্যায় ব্যবহার হয়। এটি শরীরের অভ্যন্তরে প্রবেশ করিয়ে মারাত্মক বিকিরণ সৃষ্টি করে তাৎক্ষণিক মৃত্যু ঘটানো যায়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর