শনিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

স্মার্টফোনের ব্যাটারির যত্ন

টেকনোলজি ডেস্ক

স্মার্টফোনের ব্যাটারির যত্ন

কয়েকটি উপায়ে স্মার্টফোনের ব্যাটারি অনেকদিন ভালো রাখতে পারেন। জেনে নিন সেগুলো-

>> ফোনের ব্যাটারিতে অত্যধিক চার্জ দেওয়া ডিভাইসের পক্ষে ক্ষতিকর। অনেকেরই অভ্যাস থাকে সারারাত ফোন চার্জ দিয়ে বসিয়েই রাখা। ফুল চার্জ হওয়ার পরও চার্জে বসিয়ে রাখেন। এই ভুলে আপনার স্মার্টফোনের ব্যাটারি নষ্ট হতে পারে খুব দ্রুত।

>> ফোন চার্জে রেখে কথা বলা, ফোন ব্যবহার, গান শোনা, ভিডিও দেখা, গেম খেলা- এইসব কাজ করা উচিত নয়। এতে ডিভাইস নষ্ট হওয়ার প্রবণতা বাড়ে।

>> ফোনের ব্যবহার যত কম হবে, ইন্টারনেট যত কম ব্যবহার করবেন ফোনে, ব্যাটারিতে তত বেশি সময় পর্যন্ত চার্জ থাকবে।

>> ফোনের ব্যাটারিতে চার্জ ২৫ শতাংশের কম হতে দেবেন না। অন্যদিকে ফুল চার্জ হয়ে গেলে ফোন চার্জিং পয়েন্ট থেকে খুলে নিয়ে ব্যবহার করুন।

>> ফোনে অপটিমাইজড ব্যাটারি চার্জিং ফিচার থাকে তা অন করে অর্থাৎ এনাবেল রাখুন। এক্ষেত্রে ফোনে ৮০ শতাংশ চার্জ হলে ডিভাইস চার্জিংয়ে বসানো থাকলেও তা ব্যবহার না হলে ব্যাটারিতেও আর চার্জ হবে না।

>> অন্য চার্জার ব্যবহার করবেন না। স্মার্টফোন কেনার সময় কোম্পানির যে আসল চার্জার দেওয়া হয়েছে সেটি ব্যবহার করুন সব সময়। কমদামি এবং নকল চার্জার ব্যবহার এড়িয়ে চলুন।

সর্বশেষ খবর