শিরোনাম
শনিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

আলোচনায় গুগল পিক্সেলের যে ফিচার

টেকনোলজি ডেস্ক

নতুন অনেক ফিচারে পিক্সেল সিরিজ এখন আরও আকর্ষণীয় হয়ে উঠেছে।

গুগলের নতুন সার্কেল টু সার্চ ফিচারটি নিয়ে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে। হোম বাটনে লং প্রেস করলে এখন স্ক্রিনের যে কোনো কিছুতে সার্কেল বসানো যাবে। হাইলাইট করা কন্টেন্ট সম্পর্কে গুগল অতিরিক্ত কিছু তথ্য উপস্থাপন করবে। গুগলকে আরও ব্যবহারযোগ্য করে তোলার জন্যেই মূলত এই ফিচারটি সংযুক্ত করা হয়েছে। তাছাড়া গুগল পিক্সেল দিয়ে এখন শরীরের তাপমাত্রাও মাপা যাবে। পিক্সেল সিক্স পর্যন্ত অবশ্য ম্যাজিক কম্পোজ ব্যবহার করতে পারবে না।

কৃত্রিম বুদ্ধিমত্তা পরিচালিত এই ফিচারের মাধ্যমে কোনো টেক্সটকে বিভিন্ন স্টাইলে ড্রাফট করা সম্ভব। শুধু তাই নয়, স্যামসাং ও গুগলের মধ্যে নিয়ারবাই শেয়ার ব্যবহার করে কুইক শেয়ার করা যাবে।

সর্বশেষ খবর