মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

উড়ন্ত সরীসৃপ ‘টেরোসরের’ নতুন প্রজাতির সন্ধান

স্কটল্যান্ডের আইল অব স্কাইয়ে বিশ্বের প্রাচীনতম উড়ন্ত সরীসৃপ ‘টেরোসরের’ একটি নতুন প্রজাতির সন্ধান পাওয়া গেছে। ডানাযুক্ত এই সরীসৃপটির নাম ‘সিওপ্টেরা এভান্সে’। ১৬৬-১৬৮ মিলিয়ন বছর আগে মধ্য জুরাসিক যুগে অর্থাৎ ডাইনোসরদের সময়ে এ প্রাণীটি পৃথিবীতে বিচরণ করত বলে জানা যায়। নতুন এ প্রজাতির বিষয়ে ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামের গবেষক অধ্যাপক পল ব্যারেট বলেছেন, ‘টেরোসরের নতুন এ প্রজাতি আবিষ্কার সম্পূর্ণ বিস্ময়কর। এর অধিকাংশ প্রজাতি চীনের।’ প্রতিবেদনে বলা হয়েছে, জীবাশ্মবিদরা ২০০৬ সালে দ্বীপের দক্ষিণ-পশ্চিম উপকূলে এলগোলের একটি মাঠে জীবাশ্মের অবশিষ্টাংশ দেখতে পান। তখন থেকেই ওই দলটি অবশিষ্ট জীবাশ্মের নমুনা তৈরিতে এবং হাড়ের স্ক্যান করতে কয়েক বছর পার করে দিয়েছে। অবশিষ্ট জীবাশ্মটি একটি অসম্পূর্ণ কঙ্কাল ছিল। এর শুধু কাঁধ, ডানা, পা এবং মেরুদণ্ডের কিছু অংশ পাওয়া গেছে। গবেষকরা জানিয়েছেন, টেরোসরের নতুন প্রজাতিটি ‘ডারউইনোপ্টেরা’ নামের একটি গোষ্ঠীর অন্তর্গত।

সর্বশেষ খবর